চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা ওয়াং লিমিং ৫ জুলাই পেইচিংয়ে বলেছেন, মাঝারি এবং ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই চীনের নতুন প্রযুক্তি উদ্ভাবনে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।
ওয়াং লিমিং বলেছেন, বর্তমানে চীনে মোট ৪২০০টিরও বেশী মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এই সংখ্যা সারা দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশেরও বেশী। এসব শিল্পপ্রতিষ্ঠান বিমান চলাচল ও মহাকাশ অভিযান, নতুন জীব-বিজ্ঞান দ্বারা ওষুধ তৈরী, জীন প্রকল্প, ইলেকট্রনিকস তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর স্বতন্ত্র মেধা-স্বত্ব অর্জন করেছে। তারা সৌর শক্তি, পানি-সাশ্রয় জলসেচ ও সমুদ্রের পানি লবণমুক্ত করাসহ বিভিন্ন জ্বালানী-সাশ্রয় ও সুপরিবেশ তৈরীর ক্ষেত্রেও অনেক সফলত অর্জন করেছে।
ওয়াং লিমিং বলেন, ভবিষ্যতে চীন "মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠাগুলের উন্নয়ন ত্বরান্বিত বিষয়ক আইন"সহ বিভিন্ন আইন পূর্ণাঙ্গ করবে এবং এসব শিল্পপ্রতিষ্ঠানের সুষ্ঠু উন্নয়নকে ত্বরান্বিত করবে।(লিলি)
|