v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-05 16:02:37    
ভারত খাদ্যশস্যের নিরাপত্তা পরিকল্পনা ব্যবস্থা করেছে

cri
    ২৬ জুন, ভারতের কৃষি কমিটির পরিচালক এন বি সিং বলেছেন, সরকার আগামী কয়েক দিনের মধ্যেই একটি বড় ধরনের কৃষি উত্পাদন সম্প্রসারণ এবং খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত পরিকল্পনার কথা ঘোষণা করবে। যাতে ভারতের কৃষি ক্ষেত্রের অগ্রগতি আগামী চার বছরের মধ্যে ১১ শতাংশে পৌঁছানো যায় এবং খাদ্যশস্যের আমদানী কমানো যায়।

    ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নির্দেশনা অনুযায়ী ভারতের কৃষি কমিটি এই পরিকল্পনা তৈরী করেছে।

    জানা গেছে, কৃষি ক্ষেত্রে আর্থিক সহায়তা বাড়ানো এবং ভারতের ঐতিহ্যবাহী কৃষি উত্পাদন অঞ্চলের খাদ্যশস্যের উত্পাদনের মানকে উন্নত করা এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হবে। এন বি সিং বলেছেন, কমিটি ১০টি 'প্রধান ধান চাষের অঞ্চল' নিশ্চিত করেছে। বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ জোরদার করা, ফসলের ধরন ও চালের মান উন্নত করার চেষ্টা করবে। যাতে উত্পাদনের পরিমাণ বর্তমানের চেয়ে ৩০ শতাংশ বাড়ানো যায়। কিছু কিছু সাধারণ খাদ্যশস্য উত্পাদন অঞ্চলে, সরকার কৃষকদের ভর্তুকি বাড়ানো, অর্থকরী ফসলের উন্নয়নসহ বিভিন্ন কৃষির উন্নয়নকে ত্বরান্বিত করবে। খাদ্যশস্যের নতুন নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, ২০১১ সাল পর্যন্ত ভারত বছরে ১০.১ কোটি টন ধান, তেল উত্পাদনকারী শষ্য ৩ কোটি টন এবং ১ কোটি টন কলাইডাল উত্পাদনের চেষ্টা করবে।

    গত কয়েক বছর ভারতের অর্থনীতির দ্রুত বৃদ্ধি বাস্তবায়িত হচ্ছে। তবে কৃষি ক্ষেত্রে তা অনেকটাই নিম্নমূখী। ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের কৃষি ক্ষেত্রের সারা বছরের বৃদ্ধি হার ৩ শতাংশের চেয়েও কম।

    তাছাড়াও, কৃষির নিম্ন মুখীনতার কারণে খাদ্যশস্যের অভাব জনিত সমস্যাও দেখা দিয়েছে। ঐতিহ্যে ভারত হচ্ছে একটি খাদ্যশস্য উত্পাদনকারী বড় দেশ। তবে ২০০৫ সালের শেষ দিক থেকে ভারত খাদ্যশস্যের অভাবের সম্মুখীন। ২০০৬ সালের আগস্ট মাসে, ভারত সরকার বিদেশ থেকে ৩ মিলিয়ন টন গম আমদানী করতে বাধ্য হয়েছে। ২০০৭ সালে, যদিও ভারতের গমের উত্পাদনের পরিমাণে লক্ষ্য অর্জিত হয়েছে। তবুও চাহিদা বাড়ার কারণে, ভারত সরকার প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন টন গম আমদানী করতে বাধ্য হয়।

    যদিও ভারতের কৃষি কমিটি নতুন পরিকল্পনা বাস্তবায়নে যথেষ্ট প্রত্যয় ব্যক্ত করেছে। তবে বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই পরিকল্পনা সরকারের অন্যান্য প্রকল্পের মতই, পুঁজির অভাব, কার্যকর করলে ধীরগতিসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এর আগে ভারত কৃষির সুষম উন্নয়ন ও কৃষকদের দারিদ্র্য তা বিভিন্ন সমস্যা নিয়ে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের কথা ঘোষণা করেছে। এবারের খাদ্যশস্যের নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, যদিও প্রধানমন্ত্রী ৬.১৭ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ৪ বছরের মধ্যে এ অর্থ সুষ্ঠুভাবে ব্যবহার করা যাবে কিনা তা জানা যায় নি।