ভারত এবং পাকিস্তান ৪ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লীতে ১৫ আগস্টের আগেই উভয় দেশে বন্দী জেলেদের বিনিময় করবে বলে জানিয়েছে।
ভারত এবং পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের পর প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে এ কথা প্রকাশ করা হয়েছে। যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, দু'দেশ কার্যকর ও টেকসই ব্যবস্থা নিয়ে সন্ত্রাস দমন করবে এবং লোক পাচার, অবৈধ অভিবাসী ও নকল মুদ্রা দমনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।
ভারত এবং পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে দু'দেশের সংলাপ প্রক্রিয়ার একটি অংশ। গত বৈঠক ২০০৬ সালের মে মাসে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়।
|