উঃ কোরিয়ার শ্রমিক পার্টির রোদোং সিনমুন পত্রিকা ৪ জুলাই এক মন্তব্যে বলেছে, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের বিষয়টি ছ'পক্ষীয় বৈঠকে সাফল্য লাভ করবে কিনা, পুরোপুরিভাবেতা মার্কিন যুক্তরাষ্ট্রের উঃ কোরিয়ার প্রতি শত্রুভাবাপন্ন নীতি প্রত্যাহার সংক্রান্ত মনোভাবের ওপর নির্ভর করবে।
মন্তব্যে বলা হয়েছে, উঃ কোরিয়া সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরমাণু সমস্যা সমাধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক। তবে এক দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠক আবার শুরুর উদ্যোগ নিচ্ছে, অন্য দিকে উঃ কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার করছে। সুতরাং উঃ কোরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের মাধ্যমে পরমাণু সমস্যা সমাধান এবং উঃ কোরিয়া ও মার্কিন সম্পর্ক উন্নতির ক্ষেত্রে সন্দেহের সৃষ্টি হচ্ছে। মন্তব্য অনুযায়ী, উঃ কোরিয়া সংলাপ অথবা যুদ্ধ দু'ধরনের প্রস্তুতিই নিয়েছে।
|