চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হে ইয়া ফেই ৩ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন সুরিনামসহ উন্নয়নশীল দেশের সঙ্গে সংস্কার আর মুক্তদ্বারের সাফল্য ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে ইচ্ছুক, যাতে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হয়।
সুরিনামের তথ্য মাধ্যমের সঙ্গে সাক্ষাত্কালে হে ইয়া ফেই এ কথা বলেছেন।
তিনি চীন-সুরিনাম সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং সুরিনাম সরকারের দীর্ষকাল ধরে একচীন নীতিতে অবিচল থাকার জন্য প্রশংসা করেছেন। তিনি বলেছেন, চীন-সুরিনাম সম্পর্ক উন্নয়নের ওপর চীনের গুরুত্ব আরোপের পাশাপাশি সুষম ও পারস্পরিক উপকারিতার লক্ষ্যে সুরিনামের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে ত্বরান্বিত করা যায়।
|