ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মিরি এইসিন ৩ জুলাই বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা ২ জুলাই 'নতুন নিরাপত্তা সহযোগিতা' সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করেছেন এবং বলেছেন যে, এবারের বৈঠক হচ্ছে নিরাপত্তা সহযোগিতার প্রথম পদক্ষেপ।
এইসিন বলেছেন, দু'দেশের বৈঠকের আলোচ্য বিষয় হচ্ছে দু'দেশের নিরাপত্তা সহযোগিতাকে ত্বরান্বিত করা।
ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, এবারের বৈঠকের একটি আলোচ্য বিষয় হচ্ছে, ইসরাইল ফিলিস্তিনের জর্ডান নদীর পশ্চিম তীরে তত্পরতার ও পর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা। তাছাড়াও, ফিলিস্তিন ইসরাইলকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সমর্থন দেয়া সশস্ত্র ব্যক্তিদের তত্পরতা বন্ধ করার ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। তবে এ ব্যাপারে ইসরাইল কোনো প্রতিশ্রুতি দেয় নি।
|