জীব প্রযুক্তি ও জীব সংক্রান্ত শিল্প উন্নয়নের জন্যে চীন বিদেশ থেকে এ ক্ষেত্রের ২০০জন শীর্ষ স্থানীয় জনশক্তি আমদানি করবে ।
উত্তর চীনের থিয়ান চিনে অনুষ্ঠিত ২০০৭ সালের আন্তর্জাতিক জীব অর্থনীতি সম্মেলন সূত্রে এ তথ্য জানা গেছে ।
জানা গেছে , চীন ইতোমধ্যে জীব প্রযুক্তি ও জীব সংক্রান্ত শিল্প উন্নয়নকে ভবিষ্যতে উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছে । চীন জীব প্রযুক্তির ক্ষেত্রে কিছু সংখ্যক প্রথম শ্রেণীর ব্যক্তিকে গড়ে তুলবে এবং আমদানি করবে , যাতে জীব প্রযুক্তির উন্নয়নে মেধার দিক থেকে বলিষ্ঠ সমর্থন যোগানো দেয়া যায় ।
|