মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ গত মংগলবার ওয়াশিংটনে একটি যৌথ বিবৃতিতে আবারো দুই দেশের কৌশলগত অস্ত্রের পরিমাণ হ্রাসের মনোভাব ব্যক্ত করেছেন । তারা বলেছেন , তারা যতদূর সম্ভব নিজের নিজের দূরপাল্লার কৌশলগত অস্ত্রের পরিমাণ সর্বনিম্ন স্তরে কমিয়ে আনার চেষ্টা করবে ।
বিবৃতিতে বলা হয় , রাইস ও লাভরভ মার্কিন-রুশ " কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি" সম্পর্কে মত বিনিময় করেছেন । তারা বলেছেন , যুক্তরাষ্ট্র ও রাশিয়া অব্যাহতভাবে এ সমস্যা নিয়ে আলোচনা চালাবে এবং পরমাণু অস্ত্রের বিস্তার রোধের জন্যে সংশ্লিষ্ট দেশগুলোর সংগে সহযোগিতা চালাবে ।
অন্য একটি খবরে প্রকাশ , মংগলবার হোয়াইট হাউজ মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকশেষে স্বাক্ষরিত যৌথ বিবৃতি প্রকাশ করেছে । বিবৃতিতে বলা হয় , দুই দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উত্সাহিত করবে ।
|