চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওই চিয়ান কোও গত মংগলবার পেইচিংয়ে বলেছেন , বাণিজ্যিক বাড়তির অতি দ্রুত বৃদ্ধির প্রবণতা প্রশমনের জন্যে চীন তার আমদানি বাড়ানোর ব্যবস্থা নেবে ।
ওই চিয়ান কোও বলেন , বাণিজ্যিক বাড়তির অতি দ্রুত বৃদ্ধি প্রশমন ও বাণিজ্যিক বাড়তি হ্রাস করতে হলে তিনটি দিক থেকে ব্যবস্থা নিতে হবে । প্রথমত আমদানি বাড়াতে হবে । দ্বিতীয়ত দেশের জনসাধাণের প্রয়োজনীয় দৈনন্দিন ভোগ্য পণ্য বেশি আমদানি করতে হবে । তৃতীয়ত বেশি জ্বালানী ক্ষয় ও গুরুতর ভাবে পরিবেশকে দূষণ করা প্রাকৃতিক সম্পদের মত পণ্য কঠোরভাবে সীমিত রাখতে হবে ।
|