বৃটিশ গণমাধ্যম মংগলবার পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে , এ পর্যন্ত লন্ডনের বোমা হামলার চক্রান্ত ও গ্লাস্গো বিমানবন্দরের হামলার সংগে জড়িত যাবতীয় প্রধান প্রধান সন্দেহভাজন ব্যক্তিদের ইতোমধ্যে আটক করা হয়েছে । অথচ এ সম্পর্কিত তদন্ত এখনো শেষ হয় নি । ব্রিটেনের সর্বোচ্চ নিরাপত্তা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা আরো কিছু সময়ের জন্যে বজায় থাকবে ।
জানা গেছে , এ পর্যন্ত ৮জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাদের অধিকাংশই ব্রিটেনের বিভিন্ন হাসপাতালে কর্মরত তরুণ বিদেশী চিকিত্সক । তারা আলাদা আলাদাভাবে জর্দান , ইরাক , সৌদি আরব ও ভারত থেকে এসেছেন । তাদের মধ্যে একজনকে অষ্ট্রেলিয়া থেকে গ্রেফতার করা হয় ।
স্থানীয় অধিবাসীরা ব্রিটিশ সরকারের বিদেশী চিকিত্সকদের নিয়োগ প্রণালী সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন ।
|