v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-03 20:31:46    
হংকং প্রত্যাবর্তনের দশম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী নেয়া হবে

cri
    এ বছরের পয়লা জুলাই হংকং মাতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার দশম বার্ষিকী । এ উপলক্ষে এপ্রিল মাস থেকে হংকংয়ের বিভিন্ন মহল নানা ধরনের উদযাপনী কমর্সূচী নিচ্ছে । হংকংয়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক গোষ্ঠী—চীনের সাংস্কৃতিক সমিতি এ বছরের জানুয়ারী মাস থেকে হংকংয়ে যুব সাংস্কৃতিক উত্সবসহ বিশাধিক কমর্সূচী নিয়েছে । হংকংয়ের চীনা সাংস্কৃতিক সমিতির অধীনে দু শ'টিরও বেশি সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে , সদস্য সংখ্যা ৭০ হাজারের বেশি । এই সমিতি চীনের সংস্কৃতি প্রচার এবং হংকং ও মূলভূভাগের যোগাযোগ আর আন্তর্জাতিক আদান প্রদান বাড়ানোর জন্য অনেক কাজ করেছে। এই সমিতির চেয়ারম্যান কাও চিন তে বলেছেন , জুলাই মাসের মাঝামাঝি সময় আরো ত্রিশটি বড় আকারের উদযাপনী কর্মসুচী নেয়া হবে । এর মধ্যে একটি বড় চিত্র ও হস্তলিপি প্রদর্শনী আয়োজন করা হবে । এতে মূলভূভাগের শীর্ষ পর্যায়ের হস্তলিপি শিল্পী ও চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শীত হবে । তিনি বলেছেন , আমি বিশ্বাস করি এই চিত্র ও হস্তলিপি প্রদশর্নী হংকংয়ে আলোড়ন সৃস্টি করবে । হংকংবাসীরা এ প্রদশর্নীতে মাতৃভূমির উচ্চমানের সংস্কৃতি উপভোগ করতে পারবে ।

    হংকং মাতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার দশম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকার হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারকে এক জোড়া বড় প্যান্ডা উপহার দিয়েছে । এ দুটি বড় প্যান্ডা গত এপ্রিল মাসের শেষ দিকে হংকং সমুদ্র পার্কে পাঠানো হয়েছে । এ দুটি বড় প্যান্ডা যাতে আরো সুস্থ ও আরামে হংকংয়ে থাকতে পারে , সেজন্য হংকং সরকার দশ লাখ হংকং ডলার বরাদ্দ করেছে এবং বড় প্যান্ডার দুটির খুটিনাটি খবর ইন্টারনেটে পাঠানোর ব্যবস্থা করেছে । দশর্করা পয়লা জুলাই এ দুটি বড় প্যান্ডা দেখতে পাবেন । হংকংয়ের সমুদ্র পার্কের উপপ্রধান লি সেন চুন বলেছেন , হংকংয়ের প্রত্যাবতর্নের দশম বার্ষিকী উপলক্ষে এ বছরের জুলাই ও আগষ্ট মাসে নাগরিকদের মধ্যে যারা ১৯৯৭ সালে জন্মগ্রহন করেন , তাদের সবাই বিনা টিকিটে সমুদ্র পার্কে প্রবেশ করতে পারেন । কেন্দ্রীয় সরকারের উপহার দেয়া দুটি বড় প্যান্ডা পয়লা জুলাই প্রদর্শীত হবে । এ দুটি বড় প্যান্ডার নাম লোলো ও ইং ইং । হংকংবাসীরা বড় প্যান্ডাকে খুব পছন্দ করেন , তারা এখন বড় প্যান্ডা দেখার অপেক্ষায় রয়েছেন ।

    গত বছর হংকংয়ের মহিলা মহলের উদ্যোগে হংকংয়ে সম্প্রীতিময় পরিবার যাচাইয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । হংকংয়ের এক হাজারেরও বেশি পরিবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে । মে মাসের শেষ দিকে সম্প্রীতিময় পরিবার যাচাই প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে এবং নির্বাচিত সম্প্রীতিময় পরিবারকে পুরস্কার দেয়া হয়েছে । হংকংয়ের আইন প্রনয়ন কমিটির চেয়ারম্যান ফানসুইলিথাই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন । তিনি নির্বাচিত পরিবারকে পুরস্কার বিতরণ করেন এবং তাদের সঙ্গে ছবি তুলেন। হংকং মহিলা ফেডারেশনের ভাইস চেয়ারম্যান চিয়ান লি ইউয়ুন বলেছেন ,গত দশ বছরে হংকং এশিয় আর্থিক মন্দা , সার্স ও বার্ড ফ্লুসহ নানা অসুবিধার সম্মুখীন হয়েছিল । এক সময় হংকংয়ের অথর্নীতির বিকাশ মন্থরছিল , নাগরিকদের মনও খারাপ ছিল । কোনো কোনো পরিবারের আর্থিক অবস্থাও ভাল ছিল না । এ অবস্থার পরিপ্রেক্ষিতেও হংকংবাসীরা  পরিবারের সম্প্রীতিময় পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছেন । কাজেই প্রত্যাবতর্নের দশম বার্ষিকীর সময় আমরা মনে করি হংকংয়ের সম্প্রীতিময় পরিবারগুলোকে পুরস্কৃত করা উচিত ।

    হংকংবাসীদের জীবনে বৌদ্ধধর্মের প্রভাব বেশি । প্রতি বছর বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা শাক্যমনির জন্মদিন উপলক্ষে হংকংয়ে স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ বছর হংকং মাতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার দশম বার্ষিকী , তাই স্মৃতি অনুস্ঠান আট দিন স্থায়ী ছিল ।

    পরিকল্পনা অনুসারে ২রা জুলাই হংকংয়ের স্বাস্থ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে একটি বড় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে । এই সংগীতানুষ্ঠানের উপদেষ্টা লিন চিয়েন মিন বলেছেন , বতর্মানে হংকংয়ের সমাজ স্থিতিশীল , অথর্নীতি স্থিরগতিতে বৃদ্ধি পাচ্ছে । এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনে আমরা সংগীতানুষ্ঠানে আমরা মনের আনন্দ ও উত্সাহ প্রকাশ করবো । অনেক কন্ঠশিল্পী এ অনুষ্ঠানে গান করার ইচ্ছা প্রকাশ করেছেন । জানা গেছে , মূলভূভাগ , হংকং , তাইওয়ান ও জাপানের বিখ্যাত বাদ্য দলও এই সংগীতানুষ্ঠানে অংশ নেবে ।

    কিছু দিন আগে হংকংয়ের ম্যাডাম তুসোর মোম প্রতিকৃতি ভবন আধুনিক চীনের গণ্যমান্য ব্যক্তিদের মোম প্রতিকৃতি প্রদশর্নী আয়োজন করেছে। প্রদশর্নীতে মাও সেতুং , তেং সিয়াও পিংসহ চীনের নেতাদের প্রতিকৃতি প্রদর্শিত হয়েছে । এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৪ শ' ৬০টি উদযাপনী কমর্সূচী নেয়া হবে ।