চীনের প্রথম আন্তজার্তিক শিশু সাহিত্য ভবন ও চীনের মূলভূভাগের প্রথম তাইওয়ান শিশু সাহিত্য কেন্দ্র সম্প্রতি চেচিয়ান প্রাদেশিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত হয়েছে । আন্তর্জাতিক শিশু সাহিত্য ভবনে শিশু পাঠাগার এবং মা ও শিশু পাঠাগার রয়েছে । এই ভবনে নিয়মিতভাবে বই পড়া ও শিক্ষা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তা ছাড়াও এ ভবন সারা বিশ্বে শিশু সাহিত্য রচনা ও গবেষণা কর্মী নিয়োগ করে ।
২০০৩ সালে চেচিয়ান শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রথম শিশু সাহিত্য বিভাগ প্রতিষ্ঠা করে , ২০০৬ সালে এ ইনস্টিটিউট চীনের প্রথম শিশু সাহিত্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে ।
**দ্বিতীয় প্রবাসী বা বিদেশী চীনাদের সাংস্কৃতিক উত্সব নভেম্বর মাসে কুয়াং চৌ শহরে অনুষ্ঠিত হবে
দক্ষিণ চীনের কুয়াং চৌ পৌর সরকার জানিয়েছে , দ্বিতীয় প্রবাসী ও বিদেশী চীনাদের সাংস্কৃতিক উত্সব আগামী নভেম্বর মাসে কুয়াং চৌ শহরে অনুষ্ঠিত হবে । বিশ্বের ৪০টিরও বেশি দেশ এবং হংকং ও ম্যাকাওয়ের দু শ'টি প্রবাসী বা বিদেশী চীনা গোষ্ঠী এই উত্সবে অংশ নেবে ।
উত্সবের সাংগঠনিক কমিটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র , ক্যানাডা , ব্রাজিল ,বৃটেন ,ফ্রান্স ,অষ্ট্রেলিয়া ও সিংগাপুর এবং হংকং ও ম্যাকাওয়ের এ উত্সবে অংশ নেয়ার সম্মতিপত্র পেয়েছে ।
জানা গেছে , সাংস্কৃতিক উত্সবে চিত্রপ্রদর্শনী , সংগীত ও অপেরা অনুষ্ঠান , রান্নার কৌশল বিনিময় অনুষ্ঠান ও কুয়াং তুংয়ের ঐতিহ্যিক পোশাক প্রদর্শনী হবে ।
চীনে কুয়াং তুং প্রদেশে প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি । এ প্রদেশে প্রবাসী চীনাদের সংখ্যা দুই কোটিরও বেশি । কুযাং তুং প্রদশের বিশ্বের ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের বারো শ'র বেশি প্রবাসী ও বিদেশী চীনা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে ।
**চীনের তৃতীয় আন্তর্জাতিক পেপার কাট প্রদর্শনী তা থোন শহরে অনুষ্ঠিত হবে
তৃতীয় আন্তর্জাতিক পেপার কাট প্রদর্শনী আগষ্ট মাসের শেষ দিকে উত্তর চীনের সানসি প্রদেশের তা থোন শহরের অনুষ্ঠিত হবে ।
জানা গেছে , চীনের গণ বৈদেশিক যোগাযোগ সমিতি ও সানসি প্রদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এই পেপার-কাট প্রদর্শনীতে চীন , যুক্তরাষ্ট্র , জাপান , জার্মানী , পোল্যান্ড , সুইজারল্যান্ড , মেক্সিকো , ফ্রান্স ও ইস্রাইলের পেপার কাট প্রদর্শীত হবে । এ উত্সবে পেপার- কাট প্রতিযোগিতা ও পেপার কাট ফোরামও অনুষ্ঠিত হবে । চীনের প্রথম ও দ্বিতীয়পেপার কাট প্রদর্শনীনানচিংশহর ও অন্তর্মঙ্গোলিয়স্বায়তশাসিত অঞ্চলের হোলিনকেল জেলায় অনুষ্ঠিত হয় ।
|