 মার্কিন অর্থ মন্ত্রী হেনরী পলেসন ২ জুলাই এক সাক্ষাত্কারে বলেছেন , যুক্তরাষ্ট্র ও চীনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন দু'দেশের জন্যই গুরুত্বপূর্ণ । চীনের দ্রুত উন্নয়ন যুক্তরাষ্ট্রকে সুযোগও এনে দিয়েছে ।
পলেসন বলেছেন , বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ । কিছু কিছু লোক মনে করে এতে হয়ত সমস্যা হবে । তবে যুক্তরাষ্ট্রের পণ্যদ্রব্য ও পরিসেবার ক্ষেত্রে চীন একটি দ্রুত উন্নয়নমূখী বাজারে পরিণত হয়েছে । তাই তিনি চীনের উন্নয়নকে একটি সুযোগ হিসেবে মনে করেন । তিনি এ সুযোগকে কাজে লাগাতেও চান ।
সম্প্রতি মার্কিন সংসদের কিছু কিছু সদস্য বিশেষ সংস্থা গঠন করে আমদানি-রপ্তানী দ্রব্যের নিরাপত্তা তত্ত্বাবধান করার যে অনুরোধ জানিয়েছে , পলেস তার বিরোধীতা করেন । তিনি মনে করেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোন সমস্যা নেই ।
|