অনুষ্ঠানবাংলাদেশের গাইবান্দা জেলার শ্রোতা মো: সোহেল রানা তাঁর চিঠিতে লিখেছেন, আমি এক জন নতুন শ্রোতা। আমি দীর্ঘদিন ধরে সি আর আই-এর বাংলা অনুষ্ঠান শুনে থাকি।আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার এত ভাল লাগে যে সামান্য লিখে প্রকাশ করা যাবেনা। চাওয়াপাওয়া, চলুন বেড়িয়ে আসি, মুখোমুখি সব অনুষ্ঠানইখুব ভাল লাগে। আমি এক নতুন শ্রোতা বলে বাংলা বিভাগের মান উন্নয়নে কতটুকু অবদান রাখতে পারবো। কিন্তু আমি আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো। আমি আশা করি আপনারা এখন থেকে আমাকে সি আর আই-এর বাংলা বিভাগের নিয়মিত সদস্য মনে করবেন। বন্ধু সোহেল রানা, আপনার মতো একজন নতুন শ্রোতা পেয়ে আমরা খুব আনন্দিত। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি কোন মতামত থাকে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে আপনাদের পরামর্শ সব সময় দরকার ।
বগুড়া জেলার শ্রোতা বুলবুল আহম্মেদ তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমি সহ আমাদের পরিবারের সবাই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনি। প্রতিটি অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রতিটি অনুষ্ঠান কি যে ভাল লাগে আমাদের তা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। বন্ধু বুলবুর আহম্মেদ , ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্যে। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন এবং কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।
কুষ্টিয়া জেলার শ্রোতা আহসানুল করিম রানা তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন গ্রামীন শ্রোতা। ইন্টারনেটের মত আধুনিক তথ্য সুবিধা আমাদের অঞ্চলে এখনো পৌঁছায় নি। অন্যান্য তথ্য মাধ্যম পৌঁছেছে বটে । কিন্তু বেতারই অন্যতম তথ্য মাধ্যম যার মাধ্যমে সমগ্র বিশ্বের গুরত্বপূর্ণ খবরাখবর সহ অন্যান্য অনুষ্ঠানমালা খুব সহজেই শুনতে পারি। বিশ্বে বিভিন্ন ভাষা-ভাষী বেতার রয়েছে। তাদের মধ্যে সি আর আই-এর বাংলা বিভাগের ওপর সম্পূর্ণরুপে আস্থারাখা যায় এবং তা আমার নিকট সবোর্তকৃষ্ট মনে হয়। প্রতিটি রাতেই সঙ্গদিয়ে থাকি সি আর আই এর বাংলা বিভাগকে। যদি কোন কারনে রাতের অনুষ্ঠান শুনতে না পারি তবে পরবর্তি দিনে পুন:প্রচারিত প্রভাতী অধিবেশন শুনে থাকি। ঠিক একই ভাবে অনুষ্ঠান শোনা অব্যাহত রেখেছি দীর্ঘ ১১ বছর যাবত। বন্ধু আহসানুল করিম রানা, আপনি আমাদের একজন ভক্তশ্রোতা । সাম্পান রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হিসেবে আপনি অনেক কাজ করেছেন। আমরা নিয়মিত আপনার চিঠি পাই। এবার 'চীন-ভারত মৈত্রি বর্ষ' জ্ঞান যাচাই প্রতিযোগিতা উপলক্ষে আপনি একটি লম্বা প্রবন্ধ লিখেছেন। খুব সুন্দর প্রবন্ধ। আমরা আপনার এই প্রবন্ধ অনুবাদ করে আমাদের শ্রোতা যোগাযোগ বিভাগের একটি পত্রিকায় ছাপানোর পরিকল্পা নিয়েছি। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন ।
হবিগঞ্জ জেলার শ্রোতা মো: বোরহানউদ্দিন তাঁর চিঠিতে লিখেছেন, শ্রোতাদের ব্যাপক চাহিদার সাথে মিল রেখে সি আর আই বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে। সি আর আই চীনকে জানার এক বিরাট জানালা। চীন সম্পর্কে জানতে শ্রোতারা বেশ কৌতুহলী। আর তা পূরন হয় সি আর আই-এর কল্যানে। ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্যে। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চীন সম্বন্ধে জানার কৌতুহল পূরন করা যায়।
ঝিনাইদহ জেলার শ্রোতা মো: আবুউবাইদা তাঁর চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান খুব জনপ্রিয় অনুষ্ঠান। আমার ভাল লাগে। কিন্তু যত দিন যাচ্ছে , যত সপ্তাহ যাচ্ছে , যত মাস যাচ্ছে কিংবা যত বছরই যাচ্ছে ততই উন্নতির দিকে সি আর আই এগিয়ে যাচ্ছে। কারন আজ ৩ বছর ধরে আমি অনুষ্ঠান শুনে আসছি। আগে র তুলনায় এখন অনেক ভাল অনুষ্ঠান প্রচার করে থাকে। বন্ধু আবুউবাইদা , আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। প্রায় প্রত্যেক মাসে আপনার কাছ থেকে কয়েকটি চিঠি পাই। আপনার চিঠিগুলোতে আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে যে প্রস্তাব উথাপিত হয়েছে তার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, অতীতের মতো ভবিষ্যতেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
বগুড়া জেলার শ্রোতা মো: সোহেল রানা রতন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। অনুষ্ঠান শুনি নিয়মিত। আপনারা যে অনুষ্ঠান প্রচার করছে তা আমার কাছে খুব ভাল লাগে। বিশেষ করে প্রত্যেক শনিবারের মিতালী আমার খুব ভাল লাগে। প্রিয় বন্ধু, আপনি তো আমাদের একজন পুরাতন শ্রোতা । মাঝে মাঝে আমরা আপনার চিঠি পাই। আশা করি আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। কোন মতামত থাকলে চিঠি লিখে জানাবেন।
সিলেট জেলার শ্রোতা স্ত্রী বিদ্যুত চন্দ্র মালাকার কিসলু তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। আমি ১৯৯৯ সাল থেকে বাংলা বিভাগের অনুষ্ঠান নিয়মিত শুনে আসছি। আমি বিশ সদস্য নিয়ে একটি ক্লাব গঠন করেছি। এবং ক্লাবের নাম দিয়েছি' কদম নতুন কুঁড়ি রেডিও লিসনার্স ক্লাব'। ক্লাবের বতর্মান সদস্য সংখ্যা ২০ জন। নুতন ক্লাবের পক্ষ থেকে 'সি আর আই' পরিবারের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। আশা করি , আপনার প্রয়াসে আপনার ক্লাবে সদস্যের সংখ্যা আরও বাড়বে। আপনার প্রভাবে আরও বেশী লোক আমাদের অনুষ্ঠান শুনবেন।
মৌলভী বাজার জেলার শ্রোতা মো: বদরু জ্জামান শামীম তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। সি আর আই থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি। সি আর আই থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো আমার বেশ ভালো লাগে এ জন্য কোন অনুষ্ঠান মিস করতে চাইনা। প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে মাঝে মাঝে চিঠি পাঠাবেন। আশা করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন এবং কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে আপনার মতো ভক্ত শ্রোতাদের সহযোগিতা দরকার।
|