শ্রোতাবন্ধুরা , এ বছরের পয়লা জুলাই হংকংয়ে চীন সরকারের সার্বভৌম অধিকার চীন সরকারের পুনরায় প্রয়োগ এবং হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চল প্রতিষ্ঠার দশম বার্ষিকী । গত দশ বছরে হংকংয়ে একটি দেশ দুই সমাজ ব্যবস্থা , হংকংবাসীদের হংকং শাসন করা আর উচ্চমানের স্বশাসনের নীতি কার্যকরভাবে সফল হয়েছে । হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রয়েছে । এ বিষয়টি জার্মানী , ভারত , জাপান , দক্ষিণ কোরিয়া ও বৃটেনের গণ মাধ্যমগুলো গভীর মূল্যায়ন করেছে ।
২রা জুলাই জার্মানীর ভয়েস অব জার্মানীর একটি ভাষ্যে বলা হয়েছে , দশ বছর আগে বৃটেন চীনের কাছে হংকং ফেরত দেয়ার সময় ভবিষ্যতবাণী করেছিল যে , হংকংয়ের ভবিষ্যত ভালো হবে না । কিন্তু বৃটেনের ভবিষ্যতবাণী সঠিক হয় নি । প্রত্যাবর্তনের পর হংকংয়ের আর্থিক অবস্থান আরো অটুট হয়েছে । হংকংবাসীরা বাক স্বাধীনতা থেকেও বঞ্চিত হয়নি । এ ছাড়া চীনের কেন্দ্রীয় সরকার হংকংয়ের সামাজিক ব্যবস্থা ৫০ বছর অপরিবর্তিত রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে , তা' ভালোভাবে সংরক্ষিত রয়েছে ।
বার্লিনেরএকটি দৈনিক পত্রিকার২রা জুলাইয়ের একটি ভাষ্যে বলা হয়েছে , চীনের কেন্দ্রীয় সরকার ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের পরিচালনায় হংকংয়ের অর্থনীতির প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে । ২০০৬ সালে হংকংয়ের মাথাপিছু জি ডি পির পরিমান দাঁড়িয়েছিল ৩৮ হাজার মার্কিন ডলার । এটা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড । আমরা জানি , সাংহাই চীনের মূলভূভাগের আর্থিক কেন্দ্র । এ কথা বলা যায় যে , হংকং চীনের বৈদেশিক আর্থিক লেনদেন ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র ।
২রা জুলাই ভারতের হিন্দু পত্রিকায় প্রকাশিত একজন ভাষ্যকারের একটি প্রবন্ধে বলা হয়েছে , একদেশ দুই সমাজ ব্যবস্থার নীতির আলোকে আরো বেশি হংকংবাসী রাজনীতিতে অংশ নিচ্ছেন । হংকংয়ের রাজনৈতিক সংস্কার চলছে । হংকংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিও লক্ষনীয় ।
জাপানের আসাহি সিন্বুন পত্রিকার পয়লা জুলাইয়ের একটি সম্পাদকীয়তে বলা হয়েছে , দশ বছর আগে চীন সরকার যখন এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি ঘোষণা করে , তখন হংকংবাসীরা উদ্বিগ্ন ছিলেন । দশ বছর পার হয়ে গেছে , এখন হংকংবাসীরা নিশ্চিন্ত হয়েছেন । দশ বছর আগে অনেক হংকংবাসী ক্যানাডাসহ বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে গিয়েছেন । তাদের মধ্যে অনেকে আবার হংকং ফিরে এসেছেন ।
প্রত্যাবর্তনের দশ বছরে হংকংয়ের বিরাট পরিবর্তনের কথা প্রচারের জন্য জাপানের ইয়োমিওরি সিন্বুন পত্রিকা২৬শে জুন থেকে ২৯ জুন পর্যন্ত একটানা চার দিন ' হংকং প্রত্যাবর্তনেরদশ বছর ' শিরোনামে ক্রোড়পত্র প্রকাশ করেছে । ক্রোড়পত্রের প্রবন্ধগুলোতে বলা হয়েছে , প্রত্যাবর্তনের দশ বছরে মাতৃভূমির প্রতি হংকংবাসীদের ভালোবাসা বেড়েছে । অনেক হংকংবাসী নিজের দেশের জন্য গর্ববোধ করেন ।
দক্ষিণ কোরিয়ার ছোসোন ইলবো পত্রিকায় ২রা জুলাই সংখ্যায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান চেন ইং ছুয়ানের সাক্ষাত্কার ভিত্তিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে । এতে বলা হয়েছে , সাক্ষাত্কারে চেন ইং ছুয়ান প্রত্যাবর্তনের দশ বছরে অর্জিত সাফল্যের জন্য গর্ববোধ করেন এবং হংকংয়ের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী ।
বৃটেনের সাপ্তাহিক' দ্য ইকোনমিস্ট' পত্রিকার৩০শে জুনের একটি প্রবন্ধে বলা হয়েছে , হংকং প্রত্যাবর্তনেরপর হংকংবাসীরা নিজেদের আগের জীবনপ্রণালী বজায় রাখতে পেরেছেন । এই নজীরবিহীন অনুশীলন সফল হয়েছে । হংকং প্রত্যাবর্তনের দশ বছরে হংকং এশিয়ায় আর্থিক মন্দা , সার্স ও বার্ড ফ্লুসহ নানা সমস্যার মোকাবিলায় উত্তীর্ণ হয়েছে । বর্তমানে হংকংয়ের অর্থনীতি গত বিশ বছরের মধ্যে উত্তম অবস্থায় রয়েছে ।
|