চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ই শিয়াও জুন ২ জুলাই বলেছেন, চীন সরকার নতুন এশিয়া-ইউরোপের পরিবহণ সেতু শীর্ষক তথ্য প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে।
চীনের লান চৌ শহরে অনুষ্ঠিত নতুনভাবে এশিয়া-ইউরোপের মধ্যকার সংযোগ সেতু সংক্রান্ত চীনের সেতুর ভূমিকা পালনকারী মেয়র আলোচনা সভায় অংশ নেয়ার সময় এ কথা বলেছেন।
চীনের জাতীয় তথ্য শিল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, নতুনভাবে এশিয়া-ইউরোপের মধ্যে সংযোগ সেতু চালু হবার পর, মালপত্র পরিবহণ, বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তবে এর ফলে অর্থনৈতিক সুবিধা পুরোপুরিভাবে অর্জিত হয়নি কারণে প্রধানত তথ্য 'সেতু'-র প্রতিষ্ঠার বিষয়টি পিছিয়ে পড়তে পারে। চীনের সংশ্লিষ্ট বিভাগ তথ্য কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি দ্রুততর করা নিয়ে আলোচনা করছে। চিয়াংসু প্রদেশের লিয়ান ইয়ুন কাং শহরের মেয়র লিউ ইয়োং চোং বলেছেন, নতুনভাবে এশিয়া-ইউরোপ সংযোগ সেতুর গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসেবে, লিয়ান ইয়ুনকাং মালপত্র পরিবহণের তথ্য থেকে বেশী কল্যাণ লাভ করেছে। আগামী পদক্ষেপ লিয়ান ইয়ুনকাং মালপত্র পরিবহণের ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের তথ্যায়নকে ত্বরান্বিত করবে।
|