v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-02 21:05:54    
২৫,  জুন --১ জুলাই, ২০০৭

cri
১) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, নির্বাচন ২০০৮ সালের মধ্যেই হবে।

    ৩০ জুন গাজীপুরের শ্রীপুর পৌরসভায় ছবিযুক্ত ভোটার তালিকার পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় আরো জানানো হয়, প্রকল্প শেষে শ্রীপুর পৌরসভায় মোট ৪২ হাজার ৭১৬ জনকে ভোটার করা হয়েছে।

    সিইসি বলেন, আমরা যে পদ্ধতিতে কাজ করেছি তাতে সামান্য কিছু অসঙ্গতি রয়েছে। তবে মূল পদ্ধতিতে সঠিক। আমাদের সংশয় ছিল নারী ভোটারদের নিয়ে। কিন্ত্তআমাদের সংশয় অমূলক প্রমাণিতহয়েছে। কারণ নারী ও পরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইসি জানান, প্রকল্পে মোট কতো টাকা ব্যয় হয়েছে সে হিসাব হানা এখনো পাননি।

    প্রেস ব্রিফিংয়ে আর্মির সামরিক সচিব মেজর জেনারেল শফিকুল ইসলাম ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, ১০ জুন শুরু হওয়া পরীক্ষামূলক এ প্রকল্পের আওতায় ডেটা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৩৪০ জনের। ভোটার করা হয়েছে ৪২ হাজার ৭১৬ জনকে। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৫৫৫ এবং নারী ২১ হাজার ১৬১ জন। মোট ভোটরের মধ্যে ১৮৩ জন প্রতিবন্ধী, ৫০ জন অসুস্থ ব্যক্তি ও ৭২ জন কয়েদি কয়েছেন। ৪০ হাজার ৫৫৯ জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে। বিদ্যমান তালিকার হিসাব অনুযায়ী শ্রীপুর পৌরসভায় ভোটার সংখ্যা ৪৪ হাজার ৬৮৭ জন।

    ভোপার তালিকার পদ্ধতিকেইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, প্রতিজনকে ভোটারকরতে গড়ে পাচ মিনিট ব্যয় হয়েছে। যারা ভোটার হতে পারেননি তারা ইচ্ছা করলে নির্বাচনের আগের দিনও ভোটার হতে পারবেন। সে জন্য উপজেলা কার্যালয়ে সব ধরনের ব্যবস্থা থাকবে।

    বিকালে সিইসি, দুই কমিশনার, আর্মির সামরিক সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছবিযুক্ত ভোটার তালিকার ক্রটি চিহ্নিত করার জন্য মাঠকর্মীদের মঙ্গে মতবিনিময় করেন।

২) ভারতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাকি আর মাত্র ২০ দিন। এর মধ্যেই রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টির(বিজেপি) মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রহতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রতিভা পাতিল সম্পর্কে অভিযোগ তুলে সম্প্রতি একটি পুস্তিকা ছেপেছে বিজেপি। কংগ্রেসও এর পাল্টা জবাব দিয়ে বাগযুদ্ধ জিইয়ে রেখেছে।

    কংগ্রেস বলেছে, প্রতিভা পাতিল সম্পর্কে বিজেপি প্রকাশিত পুস্তিকার অভিযোগ ভিত্তিহীন। ২৯ জুন কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি সাংবাদিকদের বলেন, 'জাতিকে বিভ্রান্ত করতে বিজেপি মিথ্যা, অর্ধসত্য ও নির্বাচিত কিছু উদ্ধৃতি প্রকাশ করেছে। তাদের পুস্তিকার বিষয়বস্ত্তর ২০ ভাগ ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন এবং ৮০ ভাগ মহারাষ্ট্রের প্রতিভা মাহিলা কো-অপারেটিভ ব্যাংকের কর্মীদের অভিযোগের পুনরাবৃত্তি।'

    অভিষেক সিংভা বলেন, 'প্রতিভা পাতিল কো-অপারেটিভ ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন না। তিনি এক মাসের মতো ওই ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালের পর তিনি ওই পদে ছিলেন না। বিজেপি কি মনে করে তাদের এসব অভিযোগের জবাব দেওয়া প্রয়োজন? তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, সঠিক তথ্য প্রকাশ করেই তর্ক করুন। '

৩) পাকিস্তানের দাক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বন্যা ও প্রবল বৃষ্টিতে ৬০ জন মারা গেছে এবং ২ লাখ লোক হয়ে পড়েছে গৃহহীন। কর্মকর্তা ও পুলিশ ১ জুলাই এ কথা জানায়।

    ত্রাণ কমিশনার আলী গুল কুর্দ জানান, ১০টি জেলার শত শত গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১৫ লাখ লোক ক্ষতিগস্তহয়েছে। ৯০ ভাগ ফসল নষ্ট, বহু গবাদি পশু মারা গেছে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

    তিনি আরো বলেন, গত ৬ দিনে অন্তত ৫৪ জন মারা গেছে। এর মধ্যে ৩০ জন তুরবত জেলায়। এ জেলায় বহু গ্রাম ৩ ফুটের বেশি পানির নিচে তলিয়ে গেছে।

    ঘূর্ণঝড় 'ইয়েমিন' বেলুচিস্তানের উপকূলীয় এলাকা এবং দক্ষিণ সিন্ধু প্রদেশে আঘাত হানে। ঝড়ের সঙ্গে ছিল প্রবল বৃষ্টিপাত। ঝড় ও প্রবল বৃষ্টির ফলে ২ লাখ লোক গৃহহীন হয়েছে। তিনি আরো বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ বহু লোক নিখোঁজ রয়েছে।

    ১ জুলাই ভোরে একটি বাড়ি বিধ্বস্ত হলে এক মহিলা ও তার তিন শিশুসন্তান মারা গেছে। প্রবল স্রোতে ভেসে আরো পাঁচজন মারা যায়।

    বেলা জেলায় ঘরের ছাদ ধসে আরো দুই ব্যক্তি প্রাণ হারায়।

    নৌবাহিনীর বোট, হেলিকপ্টার এবং বিসার উপদ্রুত এলাকায় খাবার, তাঁবু, কম্বল ও ওষুধ নিয়ে যাচ্ছে। নৌবাহিনী, সেনা ও বিমান বাহিনী উপকূলীয় শহর গদর, পাসনি এবং ওরমারায় কাজ করছে।

    প্রাদেশিক মুখ্যমন্ত্রী ওয়াইস গনি জানান, ১ জুলাই আবহাওয়া ভালো থাকায় ত্রাণ কাজ পূর্ণ উদ্যমে করা গেছে। তিনি সাংবাদিকদের বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ফের প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ ফের আঘাত হানার উপদ্রুতদের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী অতিদ্রুত পৌছে দিতে চাই।

৪) নেপালের মুসলমানরা দেশটির পার্লামেন্টে সংরক্ষিত আসন দাবি করেছে। বিশ্বের একমাত্র হিন্দু দেশ থেকে একটি সেকিউলার জাতিতে পরিণত হওয়ার এক বছর পর ২৯ জুন মুসলিম সমাজ এ দাবি করে।

    ইন্টেলেকচুয়াল মুসলিম অ্যাসোসিশেয়ন অফ নেপাল (আইএমএএন) পার্লামেন্টে কমপক্ষে ১০টি সংরক্ষিত আসনের দাবি জানায়। দেশটির রাজনৈতিক দলগুলো যখন একটি সমন্বিত সংবিধান প্রণয়নে ব্যস্ত ঠিক তখন এমন দাবি উত্থাপন করা হলো।

    আইএমএএনের প্রেসিডেন্ট ইজহারুল হক রাকরানি আসন দাবি করে বলেন,মুসলমানরা নেপালের মোট জনসংখ্যার ১০ ভাগেরও বেশি। সুতরাং শিগগিরই জাতীয় পরিষদে তাদের জন্য কমপক্ষে ১০টি সিট সংরক্ষিত রাখার বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত।

    ইনডিয়ার সীমান্তবর্তী দক্ষিণ নেপালের টেরাই অঞ্চলে বেশির ভাগ মুসলমান বাস করে। তারা সেখানে কয়েক শতাব্দী ধরে বাস করে আসছে।

৫) নেপাল ও ভারতের সীমান্ত নিরাপত্তা কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে দেশ দুটি সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় বার্তা সংস্হা(আরএসএস) ১ জুলাই এ খবর দিয়েছে। ৩০ জুন অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা নেপালে আসন্ন আইন পরিষদের নির্বাচরের সহায়তারও অঙ্গীকরা করেন।

    আরএসএস সূত্রে বলা হয়েছে, একে অন্যের দেশে অপরাধারা আশ্রয় নিয়ে থাকলে সে ব্যাপারে তথ্য অদান প্রদান ও তাদের অনোসন্ধানে একযোগে কাজ করতেও উভয়পক্ষ সম্মত হয়।যৌথ বৈঠকে ভারতীয় পক্ষে প্রতিনিধিত্ব করেন দ্বারভাঙ্গার বিভাগীয় কমিশনার জি লাল সাউতা ও অন্যান্য নিরাপত্তা কর্মর্কতা । অপরদিকে নেপালের পক্ষে আলোচনায় অংশ নেন পুলিশ প্রধান, সশস্ত্র পুলিশ ও বনবিভাগের প্রধান, কাষ্ট মসের প্রধার ও অন্যান্য কর্মকর্তা।

৬) ১৫ দেশের ২০০ পরিবেশ বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত একটি গবেষগা টিমের ট্রতিবেদনে আগামী ১০ বছরে বিশ্বের প্রায় দুই বিলিয়ন তথা মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ দেশান্তরী হবে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়,জলবায়ু পরিবর্তনের এ ভয়াবহতা অব্যাহত থাকলে গরিব ও উন্নয়নশীল রাষ্ট্র থেকে অন্য দেশে পাড়ি জমানোদের প্রায় ৫ দোটি মানুষ মারাত্মক বিপদে পড়বেন বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

    ২৮ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে উপরোক্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।