v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-02 20:06:40    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৭/২

cri
    শ্রোতাবন্ধুদের চাহিদা মেটানোর জন্য আমরা ১ জুলাই থেকে বর্তমান অনুষ্ঠানসূচীর সামান্য কিছু পরিবর্তন করবো। যেমন বর্তমান সোমবারের মিতালী ও রবিবারের খেলার জগতের বিনিময় হয়েছে। বুধবারের মুখোমুখি ও শনিবারের ওরা অনন্য অনুষ্ঠানের বিনিময় হয়েছে। কিন্তু অনুষ্ঠানের সময় পরিবর্তন হয় নি।

    সম্প্রতি পেইচিং সরকার "অলিম্পিক গেমসের কর্মক্ষম জনশক্তি পরিকল্পনা" নামক তত্পরতা শুরু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে অলিম্পিক গেমসের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মক্ষম জনশক্তির সমর্থন ও নিশ্চয়তা দেয়া এবং অলিম্পিক গেমসের সুযোগে বহু উচ্চ মানের কর্মক্ষম জনশক্তিকে আকর্ষণ, প্রশিক্ষণ ও জোগার করা। ১ জুলাই খেলার জগত আসরে এই পরিকল্পনা প্রসঙ্গে এক প্রতিবেদন আপনাদের শোনানো হবে।

    জনসাধারণের মেধা স্বত্ব সংরক্ষণের চেতনা উন্নত করার জন্য সম্প্রতি চীনের সংশ্লিষ্ট বিভাগ সমগ্র দেশে মেধাস্বত্ব সংরক্ষণের প্রচার অভিযান চালিয়েছে। মেধা স্বত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সংগীত মহলের ব্যক্তিরা এই প্রচার অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাদের উদ্যোগে পেইচিংয়ে মেধা স্বত্ব সংরক্ষণ সম্পর্কিত শীর্ষ ফোরাম অনুষ্ঠিত হয়েছে। ফোরামে মেধা স্বত্ব সংরক্ষণের উত্তম পরিবেশ সৃষ্টি করা এবং সুরকারদের আরো সুন্দর সুন্দর সুর রচনা করতে উত্সাহ দেওয়ার বিষয় আলোচনা করা হয়েছে। ৩ জুলাই সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিয়াউ ছিয়েন এ বিষয়ে আলোচনা করবেন।

    এ বছরের ১ জুলাই হচ্ছে হংকংয়ে চীনের সার্বভৌমত্ব পুনপ্রতিষ্ঠার দশম বার্ষিকী। গত দশ বছরে অধিক থেকে অধিকতর সংখ্যক হংকংবাসী চীনের মূলভূভাগে কাজ করতে ও উন্নয়নের সুযোগ অন্বেষণ করতে এসেছেন। তাদের উপস্থিতিতে মূলভূভাগ ও হংকংয়ের সংযোগ আরো ঘনিষ্ঠ হয়েছে। ৪ জুলাই সমাজ দর্পণ আসরে চীনের মূলভূভাগে কর্মরত ও অধ্যয়ণরত কয়েকজন হংকংবাসীর কাহিনী শি চিং উ পড়ে শোনাবেন।

    সম্প্রতি চীনের আন্তর্জাতিক দারিদ্র বিমোচন কেন্দ্র দক্ষিণ এশিয় দেশগুলোর দারিদ্র বিমোচন নীতি ও বাস্তব অনুশীলন বিষয়ক কোর্স আয়োজন করেছে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তান থেকে আসা ২০ জন সরকারী কর্মকর্তা এ কোর্সে অংশ নিয়েছেন। তাঁরা বলেন, এবারের সেমিনারের অনেক তাত্পর্য রয়েছে। চীনের দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা লাভ আমাদের দেশের দারিদ্র বিমোচন সমস্যা সমাধানের জন্য অনেক সহায়ক হবে। ৫ জুলাই অর্থনীতির অগ্রযাত্রা আসরে ছাও ইয়েন হুয়া এই কোর্স সম্পর্কে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

    আর্থিক উন্নয়নের মন্থর গতি সবসময় চীনের গ্রামীণ অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে একটি মস্ত বড় বাধা। অথচ পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের রুই আন শহরে কৃষকদের কাছে পুঁজি আহরণ এখন আর কোনো সমস্যা নয়। কেন না, তারা সহজে কৃষক সমবায় সমিতি থেকে ক্ষুদ্র ও নিম্ন সুদের ঋণ নিতে পারছেন। চীন সরকার এখন গ্রামাঞ্চলে আর্থিক সংস্কার চালিয়ে যাচ্ছে। এ সংস্কারের এক অংশ হিসেবে প্রথম কিস্তিতে চীন সরকার পরীক্ষামূলকভাবে চে চিয়াং প্রদেশের রুই আন শহরে গ্রামীণ সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছে। এ সংস্কার কৃষকদের মধ্যে সমাদর পাচ্ছে। ৬ জুলাই সেই গ্রাম এই জীবন আসরে শুনুন এই সম্পর্কে একটি প্রতিবেদন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।