পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশের একজন কর্মকর্তা ২ জুলাই বলেছেন, গ্রীষ্মমন্ডলীয় ঝড় এবং নির্ধারিত সময়ের পূর্বেই আসা বর্ষাকালের বৃষ্টির কারণে এ পর্যন্ত এ প্রদেশের ১১০ জন বন্যায় নিহত হয়েছেন। তা ছাড়া, বন্যায় এ রাজ্যের ২ লাখেরও বেশী লোক গৃহহারা হয়েছেন এবং ১৫ লাখ লোকের জীবন-যাপন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই কর্মকর্তা বলেন, পাকিস্তান সরকার দুর্গতদেরকে পানি ও ওষুধসহ জরুরী সরঞ্জাম সরবরাহের জন্য ২০টি হেলিকপ্টার ও ৮টি সি-১৩০টি মালবাহী বিমান পাঠিয়েছে।
সাম্প্রতিক দু'সপ্তাহধরে, দক্ষিণ এশিয়ার প্রায় ৬০০জন প্রাণ হারিয়েছেন। ২৩ জুন পাকিস্তানের দক্ষিণাঞ্চলের করাচী শহরে ঝড়-বৃষ্টির কারণে ২৩০ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছে। পাকিস্তান ছাড়াও, ঝড়-বৃষ্টি ও ঝড়-বৃষ্টি সৃষ্ট প্রবল বৃষ্টিপাতের কারণে ভারতের ১৪৪ জনের প্রাণহানি ঘটেছে। আফগানিস্তানে প্রায় ৬০ জন বন্যায় নিহত হয়েছেন।
|