জলসেচ মন্ত্রণালয়ের ২ জুলাই প্রকাশিত এক ইস্তাহার দেখা গেছে, বর্তমানে চীনে নিরাপদ পানি পান করা গ্রামীণ লোকসংখ্যা ৫৫.৯ কোটিতে দাঁড়িয়েছে।
জলসেচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক ২ বছরে, চীন গ্রামীণ পানির নিরাপত্তা ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়িয়েছে। প্রচুর গ্রামীণ পানি নিরাপত্তা নিশ্চয়তা প্রকল্প পর পর প্রতিষ্ঠিত হয়েছে। তবে গ্রামে এখোনো ২০ কোটি লোকের পানি নির্দিষ্ট মানদন্ডে পৌঁছেনি এবং পানি সরবরাহের হার নিচু। যা মানুষের জীবনের সুস্থতার ওপর হুমকি সৃষ্টি করে।
জলসেচ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে, ২০১০ সাল পর্যন্ত ১৬ কোটি গ্রামীণ লোকের পানির নিরাপত্তা সমস্যা সমাধান করবে। এ জন্য ৬৫.৬ বিলিয়ন ইউয়ান পুঁজি বিনিয়োগ দরকার। এর মধ্যে কেন্দ্রীয় পুঁজি ৩২ বিলিয়ন ইউয়ান। অধিকাংশ কেন্দ্রীয় পুঁজি মধ্যাংশ ও পশ্চিমাঞ্চলে ব্যবহৃত হবে।
|