জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২ জুলাই জেনেভায় শুরু হওয়া জাতিসংঘের ইকোসোকের বার্ষিক সম্মেলনে এক ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিলিতভাবে ২০১৫ সালে জাতিসংঘের সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিভিন্ন দেশ জাতিসংঘের এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্যে অনেক প্রচেষ্টা চালিয়েছে এবং দরিদ্র লোকের সংখ্যা কমানো, শিশুদের স্কুলে যোগদানের হার, পুরুষের সঙ্গে মহিলার সমতা বাস্তবায়নের ক্ষেত্রে লক্ষনীয় অগ্রগতি অর্জন করেছে। এতে সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যয় অনুপ্রাণিত হয়েছে।
পাশাপাশি বান কিমুন বলেন, জাতিসংঘের সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের প্রক্রিয়ায় তবুও কিছুটা চ্যালেঞ্জ ও সংকট রয়েছে।
|