পর্তুগাল ১ জুলাই থেকে ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ শুরু করেছে এবং এর কার্যমেয়াদ এ বছরের শেষ নাগাদ শেষ হবে। এটি হচ্ছে ১৯৮৬ সালে পর্তুগালের ই ইউতে যোগ দেয়ার পর থেকে তৃতীয় বারের মতো পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জোস সোকরাটিস এদিন রাজধানী লিসবনে ই ইউ'র ২৭টি সদস্য দেশের যুবক-যুবতীদের সঙ্গে ই ইউ'র ভবিষ্যতের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। আলোচনা সভায় সোকরাটিস জোর দিয়ে বলেছেন, ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালনকালে পর্তুগাল ই ইউতে নতুন সংবিধানের চুক্তি গৃহীত হওয়ার জন্যে এগিয়ে নিয়ে যাওয়াকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করবে।
সোকরাটিস বলেন, পর্তুগাল ব্রাজিল ও আফ্রিকার সঙ্গে ই ইউ'র সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং লিসবন কৌশলের মাধ্যমে ই ইউ'র সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যের বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে।
|