সাম্প্রতিক বছরগুলোতে চীনের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত প্রসার লাভ করেছে এবং চীনের আর্থ-সামাজিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে । চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপপ্রধান ও সিং ছিয়েন সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , পরবর্তীকালে চীন সরকার অব্যাহতভাবে মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রসারকে সমর্থন দেবে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা তরান্বিত করার ব্যবস্থা নেবে ।
সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপপ্রধান ও সিং ছিয়েন পেইচিংয়ে বলেন , গত কয়েক বছরে চীনে মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রসার শিল্পপ্রতিষ্ঠানেরসংখ্যা দ্রুত বাড়ছে । এ সব শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তিগত মান উন্নত করা , শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের প্রয়োজনীয় পন্যদ্রব্য সরবরাহ আর দেশের ভিতর ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । তিনি বলেছেন , ১৯৭৮ সালে চীনে সংস্কার নীতি কার্যকরী করার পর চীনে মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো স্থিরগতিতে বিকাশ লাভ করেছে । বর্তমানে ব্যক্তিমালিকার দোকানদারসহ চীনে মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের মোট সংখ্যা চার কোটি ২০ লাখ , এটা চীনের শিল্পপ্রতিষ্ঠানের মোট সংখ্যার ৯৯ শতাংশের বেশি । চীনের অর্থনীতির প্রবৃদ্ধিতে মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের অবদান আগের চেয়ে অনেক বেড়েছে ।
মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শক্তি । বর্তমানে চীনের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্পাদন মূল্য দেশের মোট জি ডি পির ৬০ শতাংশের মত । শহরাঞ্চলের ৭৫শতাংশের কর্মসংস্থানের সুযোগ মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো সরবরাহ করেছে । রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মচ্যুত শ্রমিক ও গ্রামাঞ্চল থেকে আসা কর্মশক্তির বেশির ভাগই মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোতে চাকরী পেয়েছেন । এ ছাড়া মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে ।
বর্তমানে চীনের ৬০ শতাংশ পেটেন্ট আর ৮০ শতাংশ নতুন পন্য মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠান সৃষ্টি করেছে । বিদেশের সঙ্গে মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা ক্রমেই বাড়ছে । এ সব শিল্পপ্রতিষ্ঠানের তৈরী জামা-পোশাক , বস্ত্রপন্য ও খেলনাগুলো আন্তর্জাতিক বাজারে প্রশংসা পেয়েছে ।
ও সিং ছিয়েন বলেছেন , চীন সরকার মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নকে যথেষ্ঠ গুরুত্ব দেয় এবং ' মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন আইন ' প্রণয়ন করেছে । আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতায় মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর জন্য সরকার অনেক ব্যবস্থা নিয়েছে । বর্তমানে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সহযোগিতা বাড়ছে । চীন ইতোমধ্যে জাপান , দক্ষিণ কোরিয়া , ইত্যালি , ফ্রান্স , জার্মানী ও ই ইউর সঙ্গে সহযোগিতা চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষর করেছে । কিছু সহযোগিতা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ।
ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য আগামী অক্টোবর মাসে চীনে পেইচিংয়ে এশিয়া ও ইউরোপের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হবে । এশিয়ার ১৭টি দেশ ও ইউরোপের মোট ২৭টি দেশ এবং ই ইউ ও আসিয়ানের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন । এশিয়া ও ইউরোপের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো সম্পর্কে ও সিং ছিয়েন বলেছেন , আমরা এশিয়া ও ইউরোপের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবো এবং এ সম্পর্কে একটি ফোরাম আয়োজন করবো । আমরা চীন ও বিদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একে অপরের অভাব পূরণ করার ব্যবস্থা নেবো এবং পারস্পরিক কল্যানের ভিত্তিতে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবো । চীনের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অন্য দেশের উন্নত প্রযুক্তি ও পরিচালনা পদ্ধতি শিখতে হবে ।
|