পয়লা জুলাই থেকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে আনুষ্ঠানিকভাবে গ্রামাঞ্চলের নূন্যতম বীমা ব্যবস্থা চালু করা হয়েছে । তিব্বতের অর্থ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, তিব্বতের গ্রামাঞ্চলের নূন্যতম বীমা ব্যবস্থায় কৃষি ও পশুপালন অঞ্চলের ২.৩ লাখ লোক অন্তর্ভুক্ত রয়েছে ।
নূন্যতম বীমা ব্যবস্থায় বলা হয়েছে, অর্থনীতির উন্নয়ন , জীবনযাত্রার প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দামের পরিবর্তন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি যুক্তিযুক্তভাবে নুণ্যতম বীমা ব্যবস্থার মানদন্ড উন্নত করা হবে ।
দীর্ঘকাল ধরে তিব্বতের গ্রামাঞ্চলে কৃষি ও পশুপালন অঞ্চলের লোকদের সাহায্যের ব্যবস্থা চালু করা হয়েছে । ২০০২ সাল থেকে তিব্বত গ্রামাঞ্চলের নূণ্যতম বীমা ব্যবস্থার পরীক্ষামূলক কাজ শুরু করেছে ।
|