v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-02 16:07:15    
ব্রিটেনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের উপাচার্যগণ পেইচিং  সফর করেছেন

cri
    চীনা ভাষার সেতু---ব্রিটেনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের উপাচার্যগণ ছ'দিনব্যাপী চীন সফর ২৭ মে পেইচিং ব্রিটেনের নয়টি অঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১১০জন উপাচার্য ও শিক্ষা ক্ষেত্রের কর্মকর্তারা এবারের তত্পরতায় চীনের প্রতিনিধিগণের সঙ্গে মত বিনিময় করেছেন। যাতে ব্রিটেনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে চীনা ভাষা শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচী সুষ্ঠুভাবে চালানো যায়।

    জানা গেছে, এই তত্পরতা চীনের রাষ্ট্রীয় চীনা ভাষা সংক্রান্ত কার্যালয় এবং ব্রিটেনের সাংস্কৃতিক সমিতির যৌথ উদ্যোগে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং সিন সেং , চীনে ব্রিটেনের রাষ্ট্রদূত উইলিয়াম ইরহাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন।

    চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং সিন সেং উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনিময় ও সহযোগিতার মাধ্যমে বিশ্ব সভ্যতার বৈচিত্র্যময়ভাবে সুরক্ষা করার পাশাপাশি বিশ্বের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কল্যাণকর হবে। তিনি বলেছেন,

    চীন বিশ্বের বিভিন্ন দেশের জনগণের চীনা ভাষা শিখার চাহিদা মেটানোর লক্ষে চীনা ভাষা প্রশিক্ষণ প্রদানের কর্মসূচীকে ইতিবাচকভাবে জনপ্রিয় করার চেষ্টা করছে। এর উদ্দেশ্য হচ্ছে অন্যান্য ভাষার সঙ্গে বিশ্বের জনগণের ভাব বিনিময়ের জন্য একটি বিনিময় সেতু গড়ে তোলা।

    তিনি বলেছেন, এই কর্মসূচীর মাধ্যমে ব্রিটেনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের উপাচার্যগণ ও শিক্ষা ক্ষেত্রের কর্মকর্তারা চীনের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে প্রত্যক্ষ সংলাপের সুযোগ পেয়েছেন। তাঁরা চীনের সংস্কৃতিকে অনুভব করেছেন। এটি চীন ও ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ককে গভীর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    চলতি বছর চীন ও ব্রিটেনের রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী। গত ৩৫ বছরে চীন ও ব্রিটেনের সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বিশেষ করে, ২০০৪ সালে দুদেশ কৌশলগত অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার পর সার্বিকভাবে,ব্যাপক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা চলছে।

    চীনা ভাষার সেতুর মাধ্যমে দুদেশের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য আরো বড় ধরণের বিনিময় ফ্ল্যাটফর্ম গড়ে তুলবে। তিনি আশা করেন, ব্রিটেনের এসব উপাচার্যগণ চীনা ভাষা ও চীনের সংস্কৃতিকে অনুভব করার মাধ্যমে চীন ও চীনাদের আরো বেশি বুঝতে সক্ষম হবেন।

    চীনে ব্রিটেনের রাষ্ট্রদূত উইনিয়াম ইরহাম এই কর্মসূচীর গভীর মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, 

    এবারের কর্মসূচীতে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এটি ব্রিটেনের শিক্ষা ক্ষেত্রের কর্মীদের চীনা ভাষা ও চীনের সংস্কৃতিকে গভীরভাবে বুঝতে পারা এবং দুপক্ষের স্কুলের যোগাযোগ জোরদার করার জন্য কল্যাণকর হবে।

    এবারের তত্পরতায় ব্রিটেনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের মধ্যে ৫৪টি স্কুল পেইচিং ও তালিয়ানসহ বিভিন্ন স্থানের স্কুলের সঙ্গে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।

    সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে চীনা ভাষা শেখার আগ্রহ ধাপে ধাপে বেড়েছে। যুবকযুবতীদের মধ্যে বেশির ভাগের চীনা ভাষা শেখায় কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উপায়ে পরিণত হয়েছে। এ পর্যন্ত ব্রিটেনে ১০টি কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে উঠেছে। শুধু ইংল্যান্ডেই ৪০০টিরও বেশি স্কুলে চীনা ভাষা কোর্স চালু হয়েছে।

    এই তত্পরতায় অংশগ্রহণকারী ব্রিটেনের নোটলি হাই স্কুলের দায়িত্বশীল একজন কর্মকর্তা সিমন থম্পসন বলেছেন, 

    আমাদের ছাত্রছাত্রী চীনা ভাষা শিখার ব্যাপারে খুব আগ্রহী। কারণ চীন ধাপে ধাপে একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। তাই চীনা ভাষা শিখা খুব গুরুত্বপূর্ণ। এটি ছাত্রছাত্রীদের ভবিষ্যত ও চীনের সঙ্গে বাণিজ্যিক বিনিময় চালানোর জন্য কল্যাণকর।

    ব্রিটেনের সংস্কৃতি পরিষদের শিক্ষা বিভাগের পরিচালক বলেছেন, এবারের সফরের ফলে ব্রিটেন ও চীনের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময় ত্বরান্বিত হবে। বিশেষ করে, ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস এবং ২০১২ সালে লন্ডন ওলিম্পিক গেমস এ ক্ষেত্রে উল্লেখ যোগ্য। এবারের সফর দু'দেশের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের যোগাযোগকে আরো জোরদার করবে।