১ জুলাই মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের দশম বার্ষিকী উদযাপনী জনসমাবেশ মহাসমারোহে হংকং সম্মেলন প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয় । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , প্রেসিডেন্ট ও সামরিক কমিশনের চেয়ারম্যান হু চিন থাও এ জনসমাবেশে উপস্থিত ছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন ।
১৯৯৭ সালের ১ জুলাই হংকংয়ে চীন সরকারের সার্বভৌমত্ব পুনপ্রতিষ্ঠিত হয় এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । সেই প্রশাসন হস্তান্তর অনুষ্ঠানও ঠিক হংকং সম্মেলন প্রদর্শনী কেন্দ্রের মহাভবনে অনুষ্ঠিত হয় । আজ এ মহাভবনে এক মর্যাদাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশ বিরাজমান ছিল । মহাভবনের মাঝখানের সভামঞ্চে শোভা পাচ্ছিল চীনের জাতীয় পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকা । সকাল ৯টায় মহিমাময় জাতীয় সংগীতের মধ্যে জনসমাবেশ শুরু হয় । প্রেসিডেন্ট হু চিন থাওয়ের তত্ত্বাবধানে হংকং প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেং ইন ছুয়ান প্রথমে সভামঞ্চে উঠে শপথ গ্রহণ করেন । তারপর হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের তৃতীয় দফা সরকারের প্রধান প্রধান কর্মকর্তারা এবং প্রশাসনিক সভার সদস্যরা আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করেন ।
উপস্থিত ২ হাজারেরও বেশি অতিথির তুমুল করতালীর মধ্যে হু চিন থাও ভাষণ দেন । তিনি তার ভাষণে বলেন , মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের দশ বছর হল অসাধাণ দশ বছর । গত দশ বছরে কেন্দ্রীয় সরকার নিষ্ঠার সংগে এক দেশ , দুই ব্যবস্থা , হংকংবাসীদের দ্বারা হংকং শাসন করা ও উচ্চতর স্বশাসনের নীতি অনুসরণ করে আসছে , কড়াকড়িভাবে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন মেনে চলেছে এবং দৃঢ়ভাবে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা করে আসছে । গত দশ বছরে হংকংয়ের বিভিন্ন কাজকর্মে প্রভূত উন্নতি হয়েছে , মূলভূভাগের সংগে হংকংয়ের বিনিময় ও সহযোগিতা আরো গভীরে প্রসারিত হচ্ছে এবং অন্যান্য দেশের সংগে হংকংয়ের আদান-প্রদানও বেড়েই চলছে । তিনি বলেন , আজকের হংকংয়ে সমাজিক স্থিতিশীলতা বজায় রয়েছে , অর্থনীতি আরো সমৃদ্ধিশালী হয়েছে , গণতন্ত্রের সুশৃংখল বিকাশ হচ্ছে এবং জনসাধারণ নিরাপদে ও স্বাচ্ছন্দে জীবনযাপন ও কাজ করছেন । ভালোভাবে হংকং প্রশাসন ও গড়ে তোলার ব্যাপারে হংকংবাসীদের সম্পূর্ণ বিজ্ঞতা ও ক্ষমতা রয়েছে । মহান মাতৃভূমি হচ্ছে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার বলিষ্ঠ পৃষ্ঠপোষক ।
হু চিন থাও জোর দিয়ে বলেন , গত দশ বছরে আমরা ৪টি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করেছি । প্রথমত সার্বিক ও সঠিকভাবে এক দেশ দুই ব্যবস্থার নীতি উপলব্ধি ও কার্যকরী করতে হবে । দ্বিতীয়ত নিষ্ঠার সংগে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন মেনে চলতে হবে । তৃতীয়ত হংকংয়ের অর্থনীতির উন্নয়ন ও জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে । চতুর্থত হংকংয়ের সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা সংরক্ষণ করতে হবে । তিনি বলেন ,
এক দেশ দুই ব্যবস্থা একটি সামগ্রিক ধারণা । এক দেশের অর্থ হচ্ছে আইন মোতাবেক কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে হবে এবং দেশের সার্বভৌমত্ব , একীকরণ ও নিরাপত্তা রক্ষা করতে হবে । দুই ব্যবস্থার অর্থ হচ্ছে , আইন মোতাবেক হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের উচ্চতর স্বাশানের ক্ষমতা নিশ্চিত করতে হবে এবং প্রশাসক ও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রশাসন পরিচালনার প্রতি সমর্থন করতে হবে ।
তিনি আবার ঘোষণা করেন , কেন্দ্রীয় সরকার অবিচলভাবে তার চিরাচরিত নীতি অনুসরণ করে নিষ্ঠার সংগে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন মেনে চলবে , সর্বতোভাবে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসনিক ও এ অঞ্চলের সরকারকে সমর্থন করবে এবং সার্বিকভাবে অর্থনীতি উন্নয়ন , জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ও গণতন্ত্রের প্রগতিতে সহায়তা করবে ।
|