পর্যটনের গতিবিধি এবং গবেষণা বিষয়ক জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন সমিতির প্রথম সম্মেলন ৩০ জুন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুয়াংসি কুইলিন শহরে শুরু হয়েছে। বিশ্ব পর্যটন সংস্থা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন সমিতি, চীন, যুক্তরাষ্ট্র এবং জার্মানীসহ ২০টি দেশ ও অঞ্চলের পর্যটকরা এবং পন্ডিতগন কুইলিন শহরে বিশ্ব পর্যটনের উন্নয়ন গতিবিধি নিয়ে বিশ্লেষণ করেছেন।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মহা-সচিব ফ্রন্সিস্কো ফ্রানচিয়ালি বলেছেন, জাতি সংঘের বিশ্ব পর্যটন সংস্থার পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে চীনের পর্যটন শিল্প বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। পর্যটন ক্ষেত্র মানুষের ভোগ্য পণ্যের ষষ্ঠ স্থানে রয়েছে। তিনি আশা করেন, চীন বিশ্ব পর্যটনের টেকসই উন্নয়নে আরো ইতিবাচক ভূমিকা পালন করবে।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক ছেং ওয়েনতোং বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সরকার এবং পর্যটন সংস্থান পর্যটন শিল্পের উন্নয়নে যোগ দেয়ার সাফল্যজনক অভিজ্ঞতা চীনের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে কল্যাণকর অভিজ্ঞতা যুগিয়েছে। চীন পারস্পরিক উপকারিতামূলক ও উভয়ের জন্য কল্যাণকর নীতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে আদান-প্রদান ও সহযোগিতা চালাবে এবং মিলিতভাবে বিশ্বের পর্যটন শিল্পের উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে।
|