চীন ও জাপানের দু'শরও বেশী প্রতিনিধি ৩০ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত "চীন-জাপান যুবক-যুবতীদের মৈত্রী সম্পর্কিত পরিকল্পনা"স্থাপনের ২০ তম বার্ষিকী উদযাপনী ফোরামে অংশ নিয়েছেন। এটি হচ্ছে এ মাসের পর থেকে চীন ও জাপানের মধ্যে আরেক বারের মতো অনুষ্ঠিত মত বিনিময় তত্পরতা।
১৯৮৭ সালে শুরু হওয়া "চীন-জাপান যুবক-যুবতীদের মৈত্রী সম্পর্কিত পরিকল্পনা" দু'দেশের সরকারের বিনিময় স্মারকলিপি অনুসারে জাপান সরকারের আমন্ত্রণে চীনের বিভিন্ন মহলের শ্রেষ্ঠ তরুন-তরুনীদের জাপান সফরের জন্যে একটি বিরাট বিনিময় প্রকল্প। এ পর্যন্ত চীন মোট ৪ হাজারেরও বেশী প্রতিনিধিকে জাপানে পাঠিয়েছে।
স্মরণ ফোরামে অংশগ্রহণকারীরা এই পরিকল্পনা প্রতিষ্ঠানের ২০ বছরের প্রক্রিয়া পর্যালোচনা করা উপভোগ করেছেন এবং দু'দেশের যুবক-যুবতীদের বিনিময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আলোচনা করেছেন।
এ বছর হচ্ছে চীন ও জাপানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৩৫ তম বার্ষিকী। দু'দেশের যুবক-যুবতীদের মধ্যে বিনিময় চালানো হচ্ছে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও-এর এপ্রিল মাসে জাপান সফরকালে দু'দেশের প্রকাশিত যৌথ ইস্তাহারের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
|