চীনের রেল মন্ত্রণালয়ের ২৯ শে জুনের একটি খবরে বলা হয়েছে , গত বছরের পয়লা জুলাই ছিংহাই তিব্বত রেলপথ চালু হওয়ার পর এ পর্যন্ত এই রেল পথে যাওয়া আসার যাত্রীর সংখ্যা দাড়িয়েছে ২০ লাখ ২০ হাজার এবং এক কোটি ১০ লাখ টন মাল গন্তব্যস্থলে পৌছে দেয়া হয়েছে।
রেল মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , রেলপথটি চালু হওয়ার পর রেললাইন , সরঞ্জাম ও কর্মীরা চারটির ঋতুর আবহাওয়ার পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । গত এক বছরে কোনো কোনো দুর্ঘটনা ঘটে নি , কোনো যাত্রী ও কর্মী মালভূমিতে রেলভ্রমনের জন্য মৃত্যুবরণ করেন নি ।
রেলপথটির কর্মী ও যাত্রীরা কড়াকড়িভাবে পরিবেশ সংরক্ষনের আইন অনুসারে রেলপথটির দুই পাশের পরিবেশ রক্ষার চেষ্টা করেছেন ।
রেলগাড়ীর ময়লা পানি ও মলমূত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট বিভাগ কের্মু ও লাসায় বিশটি ময়লা পানি সংগ্রহ গাড়ী পাঠিয়েছে ।
|