v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-30 19:11:12    
হংকং প্রত্যাবর্তনের দশ বছরের পরিবর্তন

cri
    ১৯৯৭ সালের ৩০শে জুন রাত ১১টা ৫৯ মিনিটে বৃটেনের জাতীয় পতাকা হংকংয়ের প্রদর্শনী কেন্দ্রের উঠানে নেমে যায় , চীনের পাঁচ তারকা খচিত লাল পতাকা উঠে । এইভাবে হংকংয়ে বৃটেনের শতাধিক বছর স্থায়ী উপনিবেশবাদী শাসনের অবসান ঘটে , হংকং এক নতুন যুগে প্রবেশ করে । এ বছরের পয়লা জুলাই হংকং প্রত্যাবর্তনের দশম বার্ষিকী । হংকংয়ের পক্ষে গত দশ বছর পরিবর্তন ও পরিবর্তন না হওয়ার মধ্য দিয়ে কেটে গেছে ।

     হংকং প্রত্যাবর্তনের আগে চীনের কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে হংকংয়ে এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি কার্যকরী হবে । হংকংযৈর সামাজিক ,অর্থনৈতিক ও আইন ব্যবস্থার পরিবর্তন হবে না , হংকংয়ের নাগরিকদের জীবনযাত্রার প্রণালী পরিবর্তন হবে না ।এই সব প্রতিশ্রুতি হংকংয়ের মৌলিক আইনে প্রতিফলিত হয়েছে ।

     প্রত্যাবর্তনের পর হংকংয়ের আইনগুলোর বেশির ভাগ ধারা এখনও কার্যকর । হংকংয়ের আইন প্রণয়ন কমিটির চেয়ারম্যান ফানসুইলিথাই বলেছেন , প্রত্যাবর্তনের পর আইনগুলোর যে সব ধারা হংকংয়ের মৌলিক আইনের সঙ্গে সংগতিপূর্ন নয় ,বিশেষ প্রশাসন সরকারের আইন প্রণয়ন কমিটি শুধু সেই সব ধারা সংশোধন করেছে ।

    হংকংয়ের অর্থনৈতিক ও আইন ব্যবস্থা পরিবর্তিত হয়নি বলে হংকংয়ের বিশ্ব আর্থিক, বিমান চলাচল ও বাণিজ্যিক কেন্দ্রের অবস্থা বজায় রয়েছে ।

    যারা হংকং ভ্রমন করেছেন , তারা লক্ষ্য করতে পারেন হংকংবাসীদের জীবন প্রণালীর বেশি পরিবর্তন হয় নি । হংকংয়ের ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি সপ্তাহ অনুষ্ঠিত হয় , শেয়ার ও বসতবাড়ি কেনাবেচা এবং লটারী টিকিট কেনা আগের মত চলছে । ঘোরদৌড় প্রতিযোগিতা উপভোগ ও জুয়া খেলা হংকংবাসীদের প্রিয়শখ। হংকং ঘোড়দৌড় কোম্পানির কার্যনির্বাহী চেয়ারম্যান কিম কে ডাব্লিউ ওয়াক আমাদের সংবাদদাতাকে বলেছেন , প্রত্যাবর্তনের পর হংকংয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা তো বন্ধ হয়নি , বরং মান আগের চেয়ে উন্নত হয়েছে । এখন ঘোড়দৌড় প্রতিযোগিতা হংকংয়ের এক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে । তিনি বলেছেন , প্রত্যাবর্তনের পর হংকংয়ে ফোছিং ফোরাম অনুষ্ঠিত হয়েছে । ফোরামের সাংগঠনিক কমিটির সদস্যরা হংকংয়ের বৈশিষ্ট্যসম্পন্ন একটি স্থানে এই ফোরাম অনুষ্ঠান করতে চান। অনেক স্থান দেখার পর তারা হংকংয়ের ঘোড়দৌড় মাঠের নিকটবর্তী জায়গায় ফোছিং ফোরাম অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলেন । তাদের ধারণা হংকংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত ঘোড়দৌড় মাঠ হংকংয়ের প্রতীক , বিশ্বের সকল দেশের লোকেরা জানতে পারবেন হংকংয়ে ফোছিং ফোরাম অনুষ্ঠিত হয়েছে ।

    হংকং মাতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার পর হংকংয়ের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটেছে । হংকংয়ের পন্য বিনা শুল্কে মূলভূভাগের বাজারে প্রবেশ করতে পারে । ডাক্তার , আইনজীবী ও হিসাবরক্ষকসহকয়েক লাখ হংকংবাসী মূলভূভাগে চাকরী পেয়েছে ।

    হংকংয়ের বিভিন্ন বাজারে ও দর্শনীয় স্থানে মূলভূভাগের পর্যটকদের সংখ্যা ক্রমেই বাড়ছে । তারা হংকংয়ে ভ্রমন করার সঙ্গে সঙ্গে অনেক জিনিসপত্র কেনেন । এতে হংকংয়ের পর্যটন শিল্পের দ্রুত প্রসার হয়েছে । হংকং পর্যটন সমিতির ভাইস চেয়ারম্যান থান লিন হুয়া বলেছেন, তিন বছর আগে হংকংয়ে মূলভূভাগের নাগরিকদের ভ্রমনের ফ্যাসিলিটি সহজ করার পর প্রতি বছর হংকংয়ে মূলভূভাগের পর্যটকের সংখ্যা এক কোটি বেশি হয়েছে । এই সংখ্যা হংকংয়ে সব পর্যটকের অর্ধেকের বেশি ।

    হংকংবাসীরা আগে ইংরেজী ভাষা ও কুয়াংতুং প্রদেশের ভাষা বলতেন , এখন তারা মূলভূভাগের স্ট্যান্ডার্ড চীনা ভাষা শিখতে শুরু করেছেন । ম্যাদাম লিয়াং ছুই সান হংকংয়ের একটি বিপনীর সহকারী ম্যানেজার । তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন , কয়েক বছর আগে তিনি স্ট্যানডার্ড চীনা ভাষা বলতে পারতেন না । কিন্তু বিভাগীয় বিপনীতে মূলভূভাগের ক্রেতার সংখ্যা বাড়তেই থাকে । তাদের সঙ্গে যোগাযোগের জন্য তিনি স্ট্যান্ডার্ড চীনা ভাষা শিখতে শুরু করেন । এখন তিনি খুব ভাল স্ট্যান্ডার্ড চীনা ভাষা বলতে পারেন এবং এটাকে নতুন কর্মী নিয়োগের একটি শর্ত হিসেবে গ্রহণ করেছেন ।