v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-29 21:30:37    
চীন গণ প্রজাতন্ত্র

cri

    ১৯৪৯ সালের ২৯ সেপ্টেম্বর চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম জাতীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে চীন গণ প্রজাতন্ত্রের রাজধানীর নাম পেই ফিং থেকে পেইচিংয়ে পরিণত হয়।

    চীন গণপ্রজাতন্ত্র সংক্ষেপে চীন ,এশিয়া মহদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহা সাগরের পশ্চিমতীরে অব্স্থিত ।চীনের স্থলভাগের আয়তন প্রায় ৯৬লক্ষ বর্গ কিলোমিটার । আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহওম দেশ এবং রাশিয়া আর কানাডার পর চীন বিশ্বে তৃতীয় বৃহওম দেশ।

     উওর দিকে মোহো অঞ্চলের উত্তরের হেইলুংচিয়াং নদীর কেন্দ্রস্থল অর্থাত উত্তর দ্রাঘিমা রেখার ৫৩.৩০ডিগ্রি থেকে দক্ষিণ দিকের নানসা দ্বীপপুঞ্জের চেনমু-আনসা অর্থাত উত্তর দ্রাঘিমা রেখার ৪ডিগ্রি পর্যন্ত । এর পরিধি ৪৯ডিগ্রি । দক্ষিণ আর উত্তরের মধ্যকার দৈর্ঘ্য প্রায় ৫হাজার ৫০০ কিলোমিটার । পূর্ব দিক থেকে হেইলুংচিয়াং নদী আর উসুলিচিয়াং নদীর সঙ্গমস্থল অর্থাত পূর্ব অক্ষাংশ ১৩৫.০৫ ডিগ্রি থেকে পশ্চিম দিকের পামির মালভূমি অর্থাত পূর্ব অক্ষাংশ ৭৩.৪০ ডিগ্রি পর্যন্ত ।এর পরিধি ৬০ ডিগ্রি, পূর্ব আর পশ্চিমের মধ্যকার দৈর্ঘ্য প্রায় ৫ হাজার কিলোমিটার ।

    চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা :চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হল পাঁচ তারকাখচিত লাল পতাকা । এর দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হল ৩:২ । জাতীয় পতাকাররঙ লাল, এটি বিপ্লবের নিদর্শন ।

    চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক: জাতীয় পতাকা,থিয়েন আনম্যান,চাকা আর ধানের শীষ নিয়ে চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক গঠিত । এটা ৪ মে আন্দোলনের পর চীনা জনগণের চালিত নতুন গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রাম আর শ্রমিক শ্রেনীর নেতৃত্বাধীন শ্রমিক- কৃষক মৈত্রীর ভিত্তিতে গঠিত জনগণের গণতান্ত্রিক একনায়কত্বের নয়া চীনের প্রতিষ্ঠার পরিচায়ক।

    বীরত্বপূর্ণবাহিনীর অগ্রযাত্রার গান চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় সংগীত । গানটি ১৯৩৫ সালে রচনা করা হয় । গানের কথাগুলো লিখেছেন নাট্যকার থিয়েনহান ,গানটিতে সুর দিয়েছেন চীনের নতুন সংগীত-আন্দোলনের প্রতিষ্ঠাতা নিয়ের আর ।

    চীনের মূলভূভাগের তটরেখা উত্তর দিকের ইয়ালুচিয়াং নদীর মোহনা থেকে দক্ষিণ দিকের কুয়াংসি স্বায়তশাসিত অঞ্চলের পেইলুন হো নদীর মোহনা পর্যন্তস্থায়ী ,এর দৈর্ঘ্য প্রায় ১৮ হাজার কিলোমিটার । 

    চীনেরে ভূভাগ বিশাল, ভূমি-সম্পদ বহু আকার,চীনে কৃষি-জমি, বনাঞ্চল,তৃণভূমি, মরুভূমি,সামুদ্রিক সৈকত প্রভৃতি সবই বিরাট আয়তনে ছড়িয়ে আছে । কিন্তু চীনে পাহাড়ী অঞ্চল বেশি , সমতলভূমি কম,কৃষি-জমি আর বনাঞ্চলের অনুপাত কম । বর্তমানে চীনে ১২ লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার কৃষি জমি আছে ।পূর্ব আর পশ্চিম অঞ্চলে চীনের কৃষি-জমির আয়তন অপেক্ষাকৃতকম , এর অনুপাত যথাক্রমে ২৮.৪শতাংশ ।