![]( /mmsource/images/2007/06/29/hujintao(new).jpg)
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৯ জুন হংকংয়ে হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের প্রশাসক জে ইন ছুয়ানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। হু চিন থাও আশা প্রকাশ করেছেন, হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকার ও প্রশাসক অব্যাহতভাবে অর্থনীতি ও জনসাধারণের মান উন্নয়নের ওপর মনোযোগ দিয়ে ভালোভাবে হংকংয়ের বিভিন্ন ক্ষেত্রের কাজ সামনে এগিয়ে নিয়ে যাবে।
হু চিন থাও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে হংকংয়ের অর্থনীতি টেকসই বৃদ্ধি বজায় রয়েছে এবং উন্নয়নের প্রবণতা দিনে দিনে ভালো হচ্ছে। তিনি হংকংয়ের অর্জিত লক্ষণীয় সাফল্য ও সুন্দর ভবিষ্যত সম্ভাবনার জন্য আনন্দ বোধ করেন।
হু চিন থাও বলেছেন, কেন্দ্রীয় সরকার অবিচলিতভাবে "এক দেশে দুই সমাজ ব্যবস্থা" , "হংকংবাসীর দ্বারা হংকং শাসন করা", উচ্চ মানের স্বশাসন নীতি অনুসরণ করবে, হংকংয়ের মৌলিক আইন অনুযায়ী কাজ করবে, ভবিষ্যতে আগের মতো যথাসাধ্য হংকংয়ের প্রশাসক ও সরকারের আইনুযায়ী শাসন সমর্থন করবে, হংকংয়ের দীর্ঘকালীন সমৃদ্ধি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করবে।
|