মোশে কাটসাভ ১৯৪৫ সালে ইরানে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে তিনি ইসরাইলের অভিবাসী হন। প্রথম জীবনে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর একজন সৈন্য ছিলেন। এরপর তিনি হিব্রু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ইতিহাস বিষয়ে লেখাপড়া করেন এবং আন্দোলনের নেতা ছিলেন। তিনি ইসরাইলের সার্বিক প্রচারিত পত্রিকা 'ইয়েডিওথ আহরোনথের' সাংবাদিক ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৮১ সালে পর্যন্ত তিনি মারাকেল শহরের মেয়র ছিলেন। ১৯৭৭ সালে তিনি লিকুড পার্টির একজন প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি পৃথক পৃথকভাবে যৌথ সরকারের স্বরাষ্ট্র ও শ্রম এবং সামাজিক বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি শামির সরকারের পরিবহন মন্ত্রী ছিলেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বেনজামিন নেতানিয়াহু সরকারে উপপ্রধানমন্ত্রী ও পর্যটন মন্ত্রী দায়িত্ব পালন করেন।
২০০০ সালের জুলাই মাসে তিনি পার্টির নির্বাচনে জয়ী হয়ে আষ্টম প্রেসিডেন্টের পদে নিযুক্ত হন। পয়লা অগষ্ট তিনি শপথ গ্রহণ করেন। ২০০৭ সালের জানুয়ারী মাসে ধর্ষণ ও ক্ষমতা অপব্যবহারের অপরাধে সংসদ তাঁর প্রেসিডেন্টের পদ অস্থায়ীভাবে বাতিল করে।
কাটসাভ ১৯৯৩, ১৯৯৫ ও ২০০৩ সালে তিন বার চীন সফর করেন।
|