মিউয়েগোম্ব এনখবোল্ড ১৯৬৪ সালের জুলাই মাসে উলান বাটোরে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে তিনি মঙ্গলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে তিনি উচ্চতর ডিগ্রী লাভ করেন।
১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি পৃথক পৃথকভাবে উলান বাটোর শহরের গণ সেবা পরিচালনা ব্যুরোর বিশেষজ্ঞ ও বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি মঙ্গলিয়ার পিপলস রেভুলুশন পার্টিতে যোগ দেন। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি জিঙ্গারেথ ডিস্ট্রিক্টের উপ পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি উলান বাটোর শহরের মেয়র ছিলেন।
২০০৫ সালের জুলাই মাসে তিনি পিপলস রেভুলুশন পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৬ সালের জানুয়ারী মাসে তিনি প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হন।
তিনি রুশ ভাষা পড়তে পারেন। তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
২০০৬ সালের ২২ থেকে ২৭ নভেম্বর তিনি চীন সফর করেন।
|