*শ্যানসি প্রদেশের গ্রামাঞ্চলে মিথেন গ্যাস ব্যবহার করা খুব জনপ্রিয়
শ্যানসি প্রদেশের গ্রামাঞ্চলে মিথেন গ্যাস কৃষকদের উত্পাদন ও জীবন-যাপনসহ বিভিন্ন ক্ষেত্রে খুব জনপ্রিয় হচ্ছে। যাতে গ্রামাঞ্চলে অর্থনীতি, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক ফলপ্রসূতায় এ কল্যাণকর পরিস্থিতি বাস্তবায়িত হয়।
সংশ্লিষ্ট পক্ষের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সালের শেষ দিকে শ্যানসি প্রদেশে মোট ৫ লাখ ২০ হাজার মিথেন ডোবা নির্মিত হয়েছে। পরিকল্পনা অনুসারে একাদশ পাঁচশালা পরিকল্পনাকালে শ্যানসি প্রদেশ আরো ৬ লাখ মিথেন ডোবার নির্মাণ করবে।
*কৃষকদের বাড়িঘরের গুণগত মান বাড়ানো এবং গ্রামাঞ্চলের উত্পাদন ও জীবন-যাত্রার উন্নয়নের জন্যে হেলোংচিয়াং প্রদেশ কৃষকদেরকে বাড়িঘর রুপান্তর ও নির্মাণে সাহায্য করবে। সারা প্রদেশের গ্রামাঞ্চলে মোট ১ লাখ কৃষকের পরিবার নতুন বাড়িঘরে স্থানান্তরিত করবে বলে অনুমান করা হচ্ছে।
*জ্বালানীর পরিবর্তে ছোট জলবিদ্যুত্ প্রকল্প কুইচৌ প্রদেশে চালু হওয়ার পর থেকে ১১ হাজার ৬ শ কৃষকের পরিবার, প্রায় ৫০ হাজার জনগণের মৌলিক জীবন-যাপনের জ্বালানী সমস্যার সমাধান হয়েছে। গ্রামাঞ্চলে কৃষকদের জ্বালানী সমস্যার আরো সমাধান এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষার জন্যে ২০০৮ সালের আগে কুইচৌ আরো ৭ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে এবং সিশুই জেলাসহ পাঁচটি জেলায় আরো ছয়টি ছোট জলবিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবে।
*পেইচিং শহরের উন্নয়ন ও সংস্কার কমিটির সূত্রে জানা গেছে, এ বছর পেইচিং শহর প্রধানত ৩ লাখ কৃষকের পানীয় জল সমস্যার সমাধান করবে। ফলে পেইচিং শহরের ৮০ শতাংশ কৃষকদের পানীয় জল সমস্যা সমাধা করা হবে।
*শাংহাই শহরের শিক্ষা কমিটির সূত্রে জানা গেছে, চীনের জন কল্যান কমিটির সোং ছিংলিন তহবিল প্রতিষ্ঠান সম্প্রতি ৩ লাখ ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করে ৫০ হাজার বই কিনেছে। ফলে শাংহাইয়ের ১০০টি কৃষি-শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের স্কুলের জন্যে "সোং ছিংলিন লাইব্রেরী" তৈরী হবে।
|