বাংলাদেশের বগুড়া জেলার ভেলাবাড়ী গ্রামের মো: নয়ন আহমেদ আমাদের অনুষ্ঠানে বারী সিদ্দিকীর কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, সবাই একসঙ্গে বারী সিদ্দিকীর গাওয়া "আমার গায়ে যত দুঃখ" গানটি শুনবো।
বাংলাদেশের ঢাকার সৈয়দা নাজমুন নাহার লক্ষী আমাদের অনুষ্ঠানে নচিকেতার গাওয়া অন্তবিহীন পথে শিরোনামে এই গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আপনার অনুরোধ পূরণ করছি আমি। চলুন, সবাই একসঙ্গে গানটি শোনা যাক।
বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের ফাল্গুনী রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক সুলতান মাহমুদ ফাগুন তাঁর চিঠিতে লিখেছেন, আমি আমার বন্ধু এম.মিনহাজ উদ্দিন বিপুল , আপনাদের দেয়া "আমি.তুমি.সে"পত্রিকায় সুই চিংলেইয়ের নাম এবং তাঁর পরিচালিত ছবির নাম জানতে পেয়েছি। লিলি আপু, সুই চিংলেই পরিচালিত "আমি তোমাকে ভালোবাসি"ছায়াছবির একটি গান শুনাবেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমরা এই ছায়াছবির একটি গান উপভোগ করবো। গানের নাম "আমি তোমাকে ভালোবাসি"। এই গান আমাদেরকে শিখাতে চেয়েছে, প্রেমের মধ্যে মিষ্টি ও আনন্দ ছাড়াও, আরো আছে দুঃখ ও বেদনা। দু'জনের পারস্পরিক আস্থা ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার গাবগাছি গ্রামের সূর্য তরুন বেতার শ্রোতা সংঘের সভাপতি মো:আলমাছ আলী সাগর আমাদের অনুষ্ঠানে মনির খানের একটি গান শুনতে চেয়েছেন। গানটি হলো এই জনমে কেন দিলে ভালবাসার মন চোখের জ্বলে জীবন গেল এ কেমন জীবন। আচ্ছা, আসুন, সবাই মিলে গানটি শুনি।
আচ্ছা, প্রিয় বন্ধুরা, আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের চিঠির অপেক্ষায় আছি। আজকের চাওয়া পাওয়া শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে।
|