আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি দলের প্রধান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপপরিচালক অল্লি হেইনওনিন ২৯ জুন পিয়ং ইয়াংয়ে বলেছেন, এ প্রতিনিধি দল উত্তর কোরিয়ার সঙ্গে ইয়োংবিয়োং পরমাণু স্থাপনা বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ের মতৈক্যে পৌঁছেছে।
এদিন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এবারের সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ প্রতিনিধি দলটি একসপ্তাহের মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সফরের সংশ্লিষ্ট বিষয় নিয়ে রিপোর্ট পেশ করার প্রস্তুতি নিয়েছে।
তিনি আরো বলেছেন, ইয়োংবিয়োং পরমাণু স্থাপনা বন্ধকরার নির্দিষ্ট সময়ের ব্যাপারে উত্তর কোরিয়া সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরমাণু পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছেন যে, উত্তর কোরিয়া সংশ্লিষ্ট প্রস্তুতি গ্রহণ করলে তারা যে কোন সময় রওয়ানা হতে পারেন।
|