 চীনে হংকংয়ের প্রত্যাবর্তনের দশম বার্ষিকী উপলক্ষে সম্প্রতিফ্রান্স , অষ্ট্রেলিয়া , সিরিয়া , মলদোভা ও রোমানিয়াস্থ চীনা দূতাবাসে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।
" হংকংয়ের প্রত্যাবর্তনের দশম বার্ষিকী উপলক্ষে" একসপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী ২৬ জুন প্যারিসে চীনা দূতাবাসে আয়োজিত হয় । চীনা রাষ্ট্রদূত চাও চিনজুন বলেছেন , হংকংয়ের সাফল্যের প্রধান কারণ হল " মৌলিক আইন"-এর মর্যাদার সম্মান প্রদর্শন করে এক চীন নীতির ভিত্তিতে হংকংবাসীদের দ্বারা হংকং শাসন করা এবং উন্নতমানের স্বাশাসন বজায় করা ।

২৭ জুন অষ্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ চীন দূতাবাসে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত৬০টি চিত্রে হংকংয়ের প্রত্যাবর্তনের দশ বছরের সাফল্য তুলে ধরা হয়েছে । চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত চাং চুনসাই বলেছেন , বিগত ১০ বছরে হংকং ৭০ লাখ জনগণের পরিশ্রম ও বুদ্ধির উপর নির্ভর করে এবং মাতৃভূমির জনগণের বলিষ্ঠ সমর্থনে সাফল্যের সঙ্গে এশিয়ার তহবিল সংকট প্রতিরোধ করতে এবং বিশ্বজোড়া অর্থনৈতিক অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রেখেছে ।

সিরিয়াস্থ চীনা দূতাবাসে আয়োজিত " হংকং, আকর্ষনীয় শহর" শিরোনামে চিত্র প্রদর্শনী ২৬ জুন সন্ধ্যায় দামাস্কাসে উদ্বোধন হয়েছে । সিরিয়ার তথ্যমন্ত্রী চিত্র প্রদর্শনী দেখার পর বলেছেন , প্রদর্শিত চিত্রগুলো অত্যন্ত চমত্কার । এ গুলো থেকে আমরা হংকংয়ের উজ্জ্বল ভবিষ্যত উপলব্ধি করছি ।
|