তাইওয়ান কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ সম্প্রতি এক দেশ দুই সমাজ ব্যবস্থার ব্যাপারে যে অসার উক্তি প্রকাশ করেছে , তা খন্ডন করে ২৮ জুন হংকং সরকারের একজন মুখপাত্র বলেছেন যে , হংকংয়ে এক দেশ দুই সমাজ ব্যবস্থা যে সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে , তা বিশ্ব জনগণের কাছে একটি প্রশ্নাতীতসত্যতা ।
মুখপাত্র বলেন , এ পর্যন্ত হংকং একটানা ১৩ বছর ধরে বিশ্বের সবচেয়ে অবাধ অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে নির্বাচিত হয়েছে । গত দশ বছরে হংকংয়ের গণতন্ত্র প্রত্যাবর্তনের আগের চেয়ে আরো বেশি হয়েছে । বিশ্ব সম্প্রদায়ের চোখে হংকং এশিয়ার অন্যতম দুর্নীতিমুক্ত সমাজ বলে পরিচিত ।
মুখপাত্র বলেন , এক দেশ দুই সমাজ ব্যবস্থার সফল কার্যকরীকরণ হংকংয়ের জন্য উন্নয়নের নতুন ভবিষ্যত- সম্ভাবনা বয়ে এনেছে । যেমন হংকং চীনের হংকংয়ের নামে নানা রকম আন্তর্জাতিক সংস্থায় যোগ দিয়েছে । বর্তমানে ১৩৪টি দেশ ও অঞ্চল হংকংয়ের পাসপোর্টধারীদের ভিসা ছাড়া যার যার দেশ ও অঞ্চলে যাওয়ার অগ্রাধিকার দিয়েছে ।
|