লাসা শুল্ক বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , গত বছরের ১ জুলাই ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়া থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ মাসের মধ্যে তিব্বতের বৈদেশিক বাণিজ্যের মূল্য ৭৫.৫ শতাংশ বেড়ে ৩২.২ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , এই সময়ের মধ্যে তিব্বতে আমদানি মূল্য ১০ কোটি মার্কিন ডলার এবং রফতানি মূল্য ২২.২ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে ।
লাসা শুল্ক বিভাগের একজন কর্মকর্তা বলেছেন , ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় তিব্বত ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য দ্রুতগতিতে প্রসারিত হয়েছে ।
তিনি বলেছেন , রেলপথটি চালু হওয়ায় পরিবহনের খরচ অনেক কমেছে । এটা যেমন দক্ষিণ এশিয়ার বাজারে চীনের পণ্যদ্রব্যের প্রবেশ , তেমনি তা চীনের বাজরে দক্ষিণ এশীয় দেশগুলোর পণ্যের দ্রুত ও সাফল্যভাবে প্রবেশের জন্যও অনুকূল হবে ।
|