কাতার সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানোছের মোত্তাকি ২৮ জুন দোহায় বলেছেন, ইরানের পরমাণু সমস্যা সমাধানের ব্যাপারে একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে।
তিনি কাতারের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সংবাদ-মাধ্যমকে বলেছেন, ইরানের পরমাণু সমস্যা সমাধানের জন্য ইরান ব্রিটেন, ফ্রান্স , জার্মানী, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশের সঙ্গে বৈঠক করছে। আগামি তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ইরানের পরমাণু পরিকল্পনার সুনিশ্চিয়তা এবং ইরানের শান্তিপূর্ণভাবে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
তিনি বলেছেন, ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তির সংস্থা একমত হয়েছে যে, আগামি দুই মাসের মধ্যে ইরানের পরমাণু পরিকল্পনার সংশ্লিষ্ট সমস্যার সমাধানের উপায় খুঁজতে হবে।
|