সম্প্রতি চীনের অর্থমন্ত্রণালয় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক ৬.৬ কোটি রেন পিন পি দিয়ে চীনের হুপেই, কুয়াংসি, ছোংছিং এবং সিছুয়ানসহ ভয়াবহ দুর্যোগ-কবলিত অঞ্চলের লোকদের সাহায্য করেছে ।
১৫ জুন থেকে চীনের হুপেই, কুয়াংসি, ছোংছিং ও সিছুয়ানসহ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে এবং গুরুতর ভয়াবহ বন্যা এবং কাদা মাটি ও পাথরের প্রবাহ ঘটেছে । এতে কয়েক কোটি লোকের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ।
দুর্যোগ ঘটার পর চীনের দুর্যোগ বিমোচন কমিটি, স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবিলম্বে 'রাষ্ট্রীয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জরুরী ব্যবস্থা' নিয়ে দুর্যোগ-কবলিত অঞ্চলে কর্মদল পাঠিয়ে দুর্যোগ অবস্থা তদন্ত করেছে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে ত্রাণ কাজ চালিয়েছে । দুর্যোগ-কবলিত অঞ্চলের সরকার ত্রাণসামগ্রীর পরিবহন জোরদার করেছে এবং ভালভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন করেছে । বর্তমানে দুর্যোগ অঞ্চলের লোকদের প্রাথমিকভাবে পূনর্বাসন করা হয়েছে, দুর্যোগ এলাকার পুনর্গঠনকাজ সুশৃঙ্খলভাবে চালানো হচ্ছে ।
|