চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন ফেই ২৮ জুন একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন , চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত অবাধ বাণিজ্য চুক্তি ১ জুলাই চালু হবে । শুল্ক কমানো বিষয়ক অগ্রাধিকারমূলক ব্যবস্থা সার্বিকভাবে প্রবর্তন করা হবে ।
গত বছরের ২৪ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী , উভয় পক্ষ দুই পর্যায়ে শুল্ক কমাবে । প্রথম পর্যায়ে চুক্তিটি চালু হওয়ার পরবর্তী ৫ বছরের মধ্যে উভয় পক্ষ একে অপরের পণ্যদ্রব্যের ক্ষেত্রে ভিন্ন পরিমাপে শুল্ক কমাবে। দ্বিতীয় পর্যায়ে চুক্তিটি চালু হওয়ার পরবর্তী ষষ্ঠ বছর থেকে উভয় পক্ষ যার যার পণ্যদ্রব্যের ব্যাপারে শুল্ক আরো কমাবে । ফলে উভয় পক্ষের শুল্কমুক্ত পণ্যদ্রব্যের অনুপাত ৯০ শতাংশে দাঁড়াবে ।
চূক্তি অনুযায়ী , চীন পশুজাত দ্রব্য , জলজ দ্রব্য , শাক- সবজি , খনিজ দ্রব্য ও বস্ত্র এবং পাকিস্তান গরুর মাংস ও খাসি , রসায়ন শিল্পজাত দ্রব্য ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যদ্রব্যের ক্ষেত্রে শুল্ক কমাবে ।
|