চীন-ইইউ দূষণমুক্ত উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সংক্রান্ত একটি কার্যক্রম ২৮ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এই কার্যক্রম চালু হওয়ায় চীনে দূষণমুক্ত উন্নয়ন ব্যবস্থার বিকাশ আরো ত্বরান্বিত করা হবে ।
কিওটো প্রটোকল অনুযায়ী দূষণমুক্ত উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । এই ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে উন্নত দেশগুলোর অর্থ বিনিয়োগের মাধ্যমে বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা ।
চীন ও ইইউ'র যৌথ উদ্যোগে চীন-ইইউ উন্নয়ন ব্যবস্থা সংক্রান্ত এই কার্যক্রম প্রণয়ন করা হয়েছে । এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার জন্য ইইউ ২৮ লাখ ইউরো অর্থ সাহায্য দেবে । এই কার্যক্রম ২০১০ সালের জানুয়ারী পর্যন্ত স্থায়ী হবে ।
সদ্য প্রকাশিত আবহাওয়ার পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত চীনের একটি কর্মসূচী অনুযায়ী , চীন গ্রীন হাউসের বর্জ্য পদার্থের নিঃসরণ কমাবে এবং দূষণমুক্ত উন্নয়ন ব্যবস্থার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা চালানোর জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেবে ।
|