v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-28 19:04:47    
হংকংয়ের প্রত্যাবর্তনের  দশ বছর সম্পর্কে আন্তর্জাতিক ব্যক্তিদের প্রশংসা

cri
    এবছরের ১লা জুলাই হবে হংকংয়ের ওপর চীন সরকারের সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক তহবিল , বাণিজ্য, পণ্যবিনিময় ও পর্যটন কেন্দ্র হিসেবে স্বদেশেপ্রত্যাবর্তনের দশ বছরে হংকংয়ের পরিবর্তনও আন্তর্জাতিক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছে । প্রত্যাবর্তনের দশ বছরে হংকংয়ের পরিবর্তন ও উন্নয়ন তারা কিভাবে দেখেন ?

    যুক্তরাষ্ট্রের ব্রোকিন্স ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক , চীন বিষয়ক গবেষক প্রফেসর লি ছেন মনে করেন যে , গত ১০ বছরে " এক দেশে দুই ব্যবস্থা" নীতি হংকংয়ে সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে । তিনি বলেছেন , মোট কথা , আমি মনে করি , " এক দেশে দুই ব্যবস্থা"নীতি হংকংয়ে অত্যন্ত সফল হয়েছে । এটা দর্শক হিসেবে শুধু আমার অনুভূতি নয় , হংকংয়ের যে কোনো নাগরিকের কাছ থেকে আপনি প্রায় একই অনুভূতি জানতে পাবেন।

    প্রফেসর লি ছেন বলেছেন , রাজনৈতিক ক্ষেত্রে হংকংয়ের গণতন্ত্র অনবরতভাবে উন্নত হয়েছে । অর্থনৈতিক ক্ষেত্রে গত দশ বছরে হংকংয়ের অর্থনীতির উন্নয়ন অনুমানের চেয়ে অনেক ভাল হয়েছে । তিনি বলেছেন , বলাবাহুল্য, গত ১০ বছরে হংকং ২০০৩ সালের সার্স এবং ১৯৯৭ সালের তহবিল সংকটের সম্মুখীন হয়েছিল বটে । কিন্তু মোটকথা , হংকংয়ের অর্থনীতি অনবরতভাবে উন্নত হয়েছে । মূলভূভাগের পর্যটন ও অর্থনীতির উন্নয়ন হংকংয়ের অর্থনীতির উন্নয়নকে ত্বারন্বিত করেছে ।

    হেগ আন্তর্জাতিক আদালতে চাকরিরত চীন রাজবংশের বিচারপতি সি চিউইয়ুং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে হংকং সমস্যা সম্পর্কেচীন-বৃটেন আলোচনা ও যৌথ বিবৃতির প্রণয়নে অংশ নিয়েছিলেন । তিনি বলেছেন , বাস্তব অনুশীলন থেকে প্রমাণিত হয়েছে যে , গত ১০ বছরে হংকং নানা ধরণের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আন্তর্জাতিক তহবিল কেন্দ্র , বাণিজ্য কেন্দ্র ও নৌপরিবহন কেন্দ্রের অবস্থান বজায় রেখেছে । চীন সরকারের " এক দেশে দুই ব্যবস্থা" নীতি বাস্তবায়নের কল্যাণেএটা সম্ভব হয়েছে । তিনি বলেছেন , চীন-বৃটেন যৌথ বিবৃতি অনুযায়ী হংকংয়ের " মৌলিক আইন" প্রণিত হয়েছে । "মৌলিক আইনে" যৌথ বিবৃতির মর্মবস্তুপুরোপুরি প্রমাণিত হয়েছে । আইনগত দিক থেকে এটা " একদেশে দুই ব্যবস্থা" নীতির নির্ভুলতা প্রমাণ করেছে ।

    প্রত্যাবর্তনের পর হংকংয়ের ইতিবাচক পরিবর্তন ব্যাপকভাবেআন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পেয়েছে । অধিকাংশ হংকংবাসী হংকংয়ের বর্তমান অবস্থায় সন্তুষ্ট। তিনি বলেছেন ,প্রথম দিকে চিন্তা ও ভয় ছিল বলে অনেক হংকংবাসীরা বিদেশে বসবাস করতে গেছেন । তারা অষ্ট্রেলিয়া , যুক্তরাষ্ট্র বা কানাডায় গেছেন । হংকংয়ের প্রত্যাবর্তনের ১০ বছরে যারা বিদেশে গেছেন তাদের মধ্যে অনেকে হংকংয়ে ফিরে এসেছেন । বিদেশের চাইতে হংকং বেশি ভাল বলে তারা মনে করেন । আমার কয়েক আতীয় ১০ বছর আগে হংকং থেকে অষ্ট্রেলিয়া ও কানাডায় চলে যান । এখন তারা সবাই হংকংয়ে ফিরে এসেছেন । এথেকে " এক দেশে দুই ব্যবস্থা" নীতির নির্ভুলতা ও প্রাণশক্তি প্রমাণিত হয়েছে ।

    হংকংয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চেম্বারের চেয়ারম্যান জ্যাক মাইসানো আনন্দের সঙ্গে তাদের এই সমিতির উন্নয়ন সম্পর্কে বর্ণনা করেছেন । তিনি বলেছেন , হংকংয়ে তাদের বাণিজ্য চেম্বারবৃহত্তম বিদেশী বাণিজ্য চেম্বার । গত ১৮ বছরের প্রতি বছরে তারা জরীপের মাধ্যমে হংকংয়ের গোটা বাণিজ্য পরিবেশ সম্পর্কে সদস্যদের মতামত সংগ্রহ করে । গত ৫ বছরে তাদের যে জরীপ চালানো হয়েছে হংকংয়ের বাণিজ্য পরিবেশ সম্পর্কে জরীপটির ফলাফল সবচেয়ে আশাব্যঞ্জক । তিনি বলেছেন , হংকং তার স্থিতিশীলতা বজায় রেখেছে । হংকংয়ের ভবিষ্যত উজ্জ্বল ।