আফগানিস্তানের একজন কর্মকর্তা ২৮ জুন স্বীকার করেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে এদিন সকালে বিদেশী গাড়িতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে দুজন বিদেশী নিহত এবং তিনজন বিদেশী ও দুজন আফগান বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
কাবুল পুলিশ ব্যুরোর একজন কর্মকর্তা সিনহুয়া বার্তা সংস্থাকে বলেছেন, কাবুলের মার্কিন ঘাঁটিতে যাওয়ার পথে একজন আত্নঘাতী সন্ত্রাসী বোমা বিস্ফোরণ ঘটায়। এ পর্যন্ত হতাহত বিদেশীদের নাম জানা যায় নি।
উল্লেখ্য, ১৭ জুন কাবুলের কেন্দ্র স্থলে আফগান পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩৫জন নিহত এবং ৫০জন আহত হয়েছে।
|