২৮ জুন জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো টারোর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি টেলিফোনে কথা বলেছেন।
দু'পক্ষ সম্প্রতি কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেছে। ইয়াং চিয়ে ছি আশা করেন, বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে ইতিবাচক পদক্ষেপ নিয়ে যার যার প্রতিশ্রুতি পালন করবে। যাতে ছ'পক্ষীয় বৈঠক ও উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্তকরণের প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। চীন ছ'পক্ষীয় বৈঠকের আগামী কর্ম পম্থা নিয়ে জাপানসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বিনিময় ও সমন্বয় বজায় রাখবে।
আসো টারো আশা করেন, প্রাথমিক কার্যক্রম যথাশীঘ্র বাস্তবায়িত হতে পারে। জাপান চীনের সঙ্গে বিনিময় বজায় রাখবে।
দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মত বিনিময় করেছে।
|