শাংহাই সহযোগিতা সংস্থা(এসসিও)-র সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনে ২৭ জুন প্রকাশিত যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, মধ্যএশিয়াকে শান্তি ও স্থিতিশীল অঞ্চল হিসেবে নির্মাণের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। এর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদার করাসহ কয়েকটি বিষয়ে মতৈক্যে পৌঁছেছে।
যৌথ বিবৃতি বলা হয়েছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় অভিন্ন প্রচেষ্টা চালিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির স্থিতিশীলতা সুরক্ষা করছে, তবুও আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে আরো হুমকি অবশিষ্ট ছিল। এসসিও প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ সহযোগিতার ব্যবস্থা স্থাপন করেছে। এই ব্যবস্থা বর্তমান সময়ের সঙ্গে সংগতিপূর্ণ। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে মধ্যএশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী, সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন হুমকি ও চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবেলা করা উচিত। সদস্য দেশগুলোর উচিত সমান ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আঞ্চলিক শান্তি সুরক্ষার জন্য ইতিবাচক অবদান রাখা।
|