উত্তর কোরীয় রাষ্ট্রীয় আণবিক শক্তি ব্যুরো এবং সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একটি প্রতিনিধি দল ২৭ জুন পিয়ংইয়ংয়ে এক বৈঠকে মিলিত হয় । তারা ইয়ংবিয়ং পরমাণু স্থাপনা বন্ধ সংক্রান্ত সময়সূচী নিয়ে আলোচনা করেছে ।
খবরে প্রকাশ , উভয় পক্ষ এ দিন সকাল ও বিকেলে বৈঠক করেছে । আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি দলের নাম প্রকাশে অনুচ্ছুক এক সদস্য বলেন , বৈঠকে অন্তরঙ্গ পরিবেশ বিরাজমান ছিল । প্রতিনিধি দলটির ২৮ জুন ইয়ংবিয়ং-এ যাওয়ার কথা । তারা ২৯ জুন পিয়ংইয়ংয়ে ফিরে যাবেন এবং ৩০ জুন সফর শেষে পিয়ংইয়ং ত্যাগ করবেন বলে অনুমান করা হচ্ছে ।
|