ব্রিটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার দশ বছর দায়িত্ব পালন করার পর ২৭ জুন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন । সাবেক অর্থ মন্ত্রী গর্ডন ব্রাউন নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ।
নিয়ম অনুযায়ী , এ দিন সকালে ব্লেয়ার সংসদের নিম্নকক্ষে গিয়ে শেষ বারের মত সংসদের সদস্যদরন শুনানী গ্রহণ করেন । এর পর তিনি বার্কিংহাম প্যালেসে রানীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দাখিল করেন।
এর পরে নতুন প্রধানমন্ত্রী ব্রাউন রানীর সঙ্গে দেখা করতে যাবেন । রানীর নিয়োগ গ্রহণ করা এবং রানীকে মন্ত্রী সভা গঠনের অনুরোধ জানানোর পর ব্রাউন আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হবেন ।
ব্লেয়ারকে ব্রিটেনের লেবার পার্টির সবচেয়ে সফল রাজনীতিবিদ হিসেবে মনে করা হয় । তিনি এ পার্টির নেতৃত্বকালে তিন বার প্রেসিডেন্ট নির্বাচিত হন । তবে ইরাক যুদ্ধের নেতিবাচক প্রভাবে ব্লেয়ারকে তৃতীয় মেয়াদ সম্পন্ন না করে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে হয় ।
|